সম্প্রতি Honor একটি নতুন স্মার্টফোন Honor 9N লঞ্চ করেছে।ফোনটির তিনটে ভেরিয়েন্টস এসেছে 3জিবি + 32জিবি, 4জিবি + 64জিবি এবং 4জিবি + 128 জিবি।আমরা যদি মূল্য দেখি তাহলে দেখবো (3 জিবি + 32 জিবি) মূল্য 11,999 টাকা , 4 জিবি + 64 জিবির মূল্য 13,999 টাকা এবং 4 জিবি +128 জিবি ভেরিয়েন্টের মূল্য 17,999 টাকা।
এই স্মার্টফোনের সঙ্গে অনেক অফার দেওয়া হচ্ছে , আপনি যদি একজন জিও ইউজার হন তবে আপনাকে 2200টাকা ক্যাশব্যাক এবং 100 জিবি ফ্রি ডেটা দেওয়া হবে , সেইসাথে Mantra অনলাইন সাইট এ কেনাকাটার জন্য 1200 টাকায় নগদ ভাউচার পাবেন। ফোনের বিক্রয় 31 জুলাই 12 টায় শুরু হবে।
কিভাবে আরেকটা Honor 9N জিতবেন :
যদি আপনি Honor স্টোর থেকে এই ফোন কেনেন তাহলেই অন্য স্মার্টফোনটি জিততে পারবেন । স্মার্টফোন ছাড়াও, ব্যবহারকারীরা বিনামূল্যে হেডফোন জিতেও পারেন। এই অফারে অংশগ্রহণের জন্য ব্যবহারকারীদের অবশ্যই এই স্মার্টফোন সম্পর্কে একটি রিভিউ লিখতে হবে। রিভিউ সম্পর্কিত তথ্য Honor অফিসিয়াল সাইট এ পাওয়া যাবে।
সম্প্রতি দাম কমলো Samsung এর এই 5টি স্মার্টফোনের
পড়ুন :
স্মার্টফোনটি ক্রয় করার পরে, ব্যবহারকারীরা একটি রিভিউ লিখবে তারপরই তাদের নাম Lucky Draw এর জন্য অন্তর্ভুক্ত করা হবে । আপনাদের জানিয়ে রাখি 31 জুলাই 1২ টা পর্যন্ত স্মার্টফোনটির প্রি অর্ডার করা যাবে । শুধুমাত্র তারপর লাকি ড্রয়ের জন্য ব্যবহারকারীর নাম অন্তর্ভুক্ত করা হবে। অনারের অফিসিয়াল সাইট এ 9 ম, 99 তম এবং 999 তম স্মার্টফোন ক্রয়ের মালিকদের কাছে অনার 9এন জয় করার সুযোগ থাকবে।
অনার 9এন ফিচারস :
অনার 9এন স্মর্টফোনে আপনি পাবেন 5.84ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে (1080 x 2280 পিক্সেলস ) যার উপরের দিকে আছে notch ফীচার। Honor 9N এ 13+2 মেগাপিক্সেল ডুয়েল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে যেটা 3D ফেস রিকোগনিশন সাপোর্ট।3000mAh ব্যাটারির সাথে ফোনটি কিরিন অক্টা কোর 659 প্রসেসর দ্বারা চালিত ।