চীনের স্মার্টফোন নির্মাতা হুয়াওয়ে তাদের নতুন স্মার্টফোন Huawei Mate 20 Lite লঞ্চ করতে চলেছে। কয়েক দিন আগে হুয়াওয়ে ম্যাট 20 এবং ম্যাট 20 প্রোকে কোম্পানি লঞ্চ করবে বলে নিশ্চিত করেছে। এই স্মার্টফোনটি চীনা সার্টিফিকেশন ওয়েবসাইট টিনার হোম পেজে দেখা গেছে। এই স্মার্টফোনটির ছবি এই ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আসুন এই স্মার্টফোন এর ফিচারস গুলো জেনে নেই ।
Huawei Mate 20 Lite: ফিচারস
হুয়াওয়ে ম্যাট 20 লাইট 6.3 ইঞ্চি ফুল এইচডি Notch ডিসপ্লের সাথে লঞ্চ হবে। ফোনটিতে 2.2 গিগাহার্জ অক্টা-কোর হাইসিলিকন কিরিন 710 চিপসেট দেওয়া হবে যার সাথে থাকবে 6জিবি RAM ।এছাড়াও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে বলে রিপোর্টে জানা গেছে।
ফটোগ্রাফির জন্য ডুয়েল 20+2 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা এবং ডুয়েল 24+2 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।এছাড়াও বিউটি টুলস,ফেস আনলক ফিচারস ও থাকবে।3,650mAh ব্যাটারীর সাথে ফোনটি আন্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেমে চলবে।
Honor নোট 10 লঞ্চ হলো 24+16 মেগাপিক্সেল ক্যামেরার সাথে
পড়ুন :
মূল্য :
হুয়াওয়ে ম্যাট 20 লাইট ফোনটির মূল্য প্রায় 29999 টাকা হবে। ফোনটি 2018 সালের সেপ্টেম্বরে লঞ্চ হওয়ার কথা।