চীনা মোবাইল ফোন ব্র্যান্ড হুয়াওয়ে ভারতে শাওমি বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করছে।একের পর এক আকর্ষণীয় ফোন এনে তারা ভারতীয় বাজার ধরতে চাইছে।তারা আজ ভারতে চারটি ক্যামেরার সাথে Huawei Nova 3i লঞ্চ করতে চলছে। এই ফোনের বিক্রয় ভারতে শুরু হয়েছে। আপনি ই-কমার্স ওয়েবসাইট আমাজন থেকে এই স্মার্টফোনটি ক্রয় করতে পারেন।
হুয়াওয়ে নোভা 3i স্পেশিফিকেশন:
Huawei Nova 3i স্মার্টফোনে 6.3 ইঞ্চি ফুল এইচডি + Notch ডিসপ্লে আছে যার স্ক্রিন রেজুলেশন 2340 x 1080 পিক্সেলস।কোম্পানি এই মুহূর্তে ক্যামেরার উপর বেশি করে জোর দিতে চাইছে।ফটোগ্রাফির জন্য আপনি ফোনটিতে পাবেন ডুয়েল রেয়ার ক্যামেরা যার প্রাইমারি সেন্সর 16 মেগাপিক্সেল(f/2.2 অ্যাপারচার)এবং সেকেন্ডারি সেন্সর 2 মেগাপিক্সেল((f/2.2অ্যাপারচার)। এছাড়াও আছে ডুয়েল ফ্রন্ট ক্যামেরা 24+2 মেগাপিক্সেল f/2.0অ্যাপারচারের সাথে ।
4জিবি RAM এর সঙ্গে অক্টা কোর কিরিন 710 প্রসেসর ফোনটির হার্ডওয়্যারকে যথেষ্ট শক্তিশালী করেছে।এছাড়াও ফোনটিতে আপনি পাবেন 128 জিবি স্টোরেজ,3340mAh ব্যাটারী,ফোরজি ভোল্টি,ওয়াইফাই 802.11 b/g/n,ব্লুটুথ 4.2,ডুয়েল সিম সাপোর্ট,ইউএসবি টাইপ -সি পোর্ট।
আকর্ষণীয় ফিচারসের সঙ্গে লঞ্চ হতে চলেছে Huawei Mate 20 Lite
পড়ুন :
হুয়াওয়ে নোভা 3i মূল্য :
হুয়াওয়ে নোভা 3i এর মূল্য 20,990 টাকা।হুয়াওয়ে নোভা 3i এর সব চেয়ে কম দাম আপনি আমাজন ইন্ডিয়াতে পাবেন।