Oneplus 6 কে টেক্কা দিতে শাওমি লঞ্চ করতে চলেছে PocoPhone F1

পোকোফোন F1 স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি সম্প্রতি লিক হয়েছে

0
93

চীনের স্মার্টফোন নির্মাতা শাওমির সাব-ব্র্যান্ড পোকো ভারতে তাদের প্রথম স্মার্টফোন PocoPhone F1 লঞ্চ করতে চলেছে।পোকোফোন F1 স্মার্টফোনের বৈশিষ্ট্যগুলি সম্প্রতি লিক হয়েছে। রিপোর্ট অনুযায়ী, আগস্টের মাঝখানে অথবা সেপ্টেম্বরের শুরুতে ভারতে এটি লঞ্চ করা হবে। এই স্মার্টফোন OnePlus 6, Oppo এবং ভিভোর প্রিমিয়াম স্মার্টফোন থেকে ফিচারস কপি করেছে। সুতরাং আসুন এই স্মার্টফোনের প্রত্যাশিত বৈশিষ্ট্য গুলো জানি ।

শাওমি Pocophone F1 ফিচারস:

রিপোর্ট অনুযায়ী এই ফোন 6.18 ইঞ্চি ফুল এইচডি +notch ডিসপ্লের সাথে লঞ্চ হবে যার সঙ্গে ওয়াইড ভিউইং এঙ্গেলস ও ব্রাইট সানলাইট ফিচারস থাকবে। ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর দ্বারা পরিচালিত হবে যার সাথে 6/8 জিবি RAM থাকবে।গ্রাফিক্সের জন্য Adreno 630 GPU থাকবে।ফোনটি তিনটি স্টোরেজ বিকল্পের সঙ্গে আসার খবর আছে-64/128/256 জিবি । ফটোগ্রাফির জন্য শাওমি PocoPhone F1 ফোনে 12 এমপি + 5 এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি শক্তিশালী 20 এমপি ওয়াইড এঙ্গেল ফ্রন্ট ক্যামেরা থাকবে ।

ফোনটিতে শক্তিশালী 4000 এমএএইচ ব্যাটারি থাকবে যা Qualcomm Quick Charge 3.0 প্রযুক্তির সঙ্গে আসবে।কানেক্টিভিটির জন্য ফোরজি VoLTE,জিপিএস, ব্লুটুথ 5.0, ওয়াই-ফাই 80২.11 এ / বি / জি / এন / এসি, এবং একটি ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে।

মূল্য :

শাওমি Pocophone F1 ফোনের 6জিবি RAM +64জিবি স্টোরেজের মূল্য 20999 টাকা ,6জিবি RAM+128জিবি স্টোরেজের মূল্য 23999 টাকা এবং 8 জিবি RAM+256জিবি স্টোরেজের মূল্য 29999 টাকা।

OnePlus 6 ফিচার :

ওয়ানপ্লাস 6 লঞ্চ হয়েছে 6.28 ইঞ্চি ডিসপ্লের সাথে,যার স্ক্রিন রেসুলেশন 2280 × 1080 পিক্সেলস।ওয়ানপ্লাস 6 স্মার্টফোনে সম্প্রতি লঞ্চ হওয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর ফোনটির হার্ডওয়্যারকে শক্তিশালী করেছে।এই ফোনের তিনটে ভ্যারিয়েন্ট আছে-6জিবি/64জিবি, 8জিবি/128জিবি and 8জিবি/256জিবি ( RAM / storage)।ওয়ানপ্লাস 6 স্মার্টফোনে আন্ড্রয়েড P পাবলিক BETA অপারেটিং সিস্টেম হিসেবে চলে এসেছে।

কোন কোন বিষয়ে হুয়াওয়ে নোভা 3 এগিয়ে থাকবে ওয়ানপ্লাস 6 এর থেকে

পড়ুন :

এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল 20এমপি এবং 16 এমপি রিয়র ক্যামেরা এবং 16 এমপি ফ্রন্ট ক্যামেরা আছে।অপটিক্যাল ইমেজ স্টেবিলিজশন,ইলেক্ট্রিক ইমেজ স্টেবিলিজশন এবং 480 ফ্রেমে প্রতি সেকেন্ডে স্লো মোশন ভিডিও রেকর্ডিং ফোনটির ক্যামেরা বিভাগ কে উন্নত করেছে।ওয়ানপ্লাস 6 এর প্রাথমিক ভেরিয়েন্টের মূল্য 34,999 টাকা এবং 128 জিবি ভেরিয়েন্টের মূল্য 39,999 টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here