Mi A2 থেকে নোকিয়া 6.1 প্লাস, সেপ্টেম্বর মাসে ভারতে 20000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন

প্রায় প্রতিটা স্মার্টফোন কোম্পানি 13,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে স্মার্টফোন লঞ্চ করার প্রতিযোগিতায় নেমেছে

0
74

ভারতীয় স্মার্টফোন বাজার এই মুহূর্তে মিড রেঞ্জ হ্যান্ডসেটে পূর্ণ।প্রায় প্রতিটা স্মার্টফোন কোম্পানি 13,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে স্মার্টফোন লঞ্চ করার প্রতিযোগিতায় নেমেছে।এই স্মার্টফোনগুলোর মধ্যে কোনোটা ভালো ক্যামেরা কোয়ালিটির সাথে এসেছে তো কোনোটা উন্নত প্রসেসর ও সফটওয়ারের সাথে এসেছে।কিন্তু এই স্মার্টফোনগুলোর মধ্যে(Mi A2 থেকে নোকিয়া 6.1 প্লাস) কয়েকটা ফোন আছে যেগুলো মিড রেঞ্জ হ্যান্ডসেট হিসাবে পরিচিত হলেও, ফ্ল্যাগশিপ ফোনগুলোর সমতুল্য।আজ আমরা সেপ্টেম্বর মাসে ভারতে 20000 টাকার মধ্যে সেরা স্মার্টফোন গুলো সম্পর্কে বলবো।

Honor Play : 19,999 টাকা থেকে শুরু 

এই স্মার্টফোনের 4 জিবি RAM ভেরিয়েন্টের মূল্য 19,999 টাকা এবং 6 জিবি RAM ভেরিয়েন্টের মূল্য 23,999 টাকা।স্মার্টফোনটিতে 6.29 ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আছে। কিরিন 970 এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) প্রসেসর এবং 4 জিবি/6 জিবি RAM ফোনটিকে শক্তিশালী করেছে।এতে 64 জিবি ইন্টারনাল মেমোরি আছে,যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত বাড়ানো যায়।এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেমে চলে।ফটোগ্রাফির জন্য 16 মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেল ডুয়াল রিয়র ক্যামেরা রয়েছে।একই সাথে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা কৃত্রিম ইন্টেলিজেন্স বৈশিষ্ট্যগুলির সঙ্গে দেওয়া হয়েছে।ফোনটিতে শক্তিশালী 3750 এমএএইচ ব্যাটারী দেওয়া হয়েছে ।

শাওমি Mi A2 : 16,999 টাকা থেকে শুরু

ফোনটিতে 5.99 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে যার স্ক্রিন রেজ্যুলেশন 1080 x 2160 পিক্সেল। এটির আকৃতি অনুপাত হল 18: 9 এবং পিক্সেল ঘনত্ব 403 পিপিআই। ডিসপ্লেটি 2.5D গিরিলা গ্লাস 5 দ্বারা  সুরক্ষিত ।এই ফোনটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন 660 দ্বারা চালিত। এটিতে আছে সর্বশেষ স্পেক্ট্রা আইএসপি এবং এআই ইঞ্জিন। গ্রাফিক্সের জন্য, কিউআরও 260 সিপিইউকে দেওয়া হয়েছে।স্মার্টফোনটি 4জিবি RAM ও 64 জিবি ইন্টারনাল মেমোরির সাথে লঞ্চ হয়েছে। এটির সঙ্গে Qualcomm এর দ্রুত চার্জ 4.0 প্রযুক্তি রয়েছে। এতে 3100 mAh ব্যাটারি রয়েছে।ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল 20 মেগাপিক্সেল (f / 1.75 অ্যাপারচার)+ 12 মেগাপিক্সেল(f / 1.75 অ্যাপারচার) ক্যামেরা দেওয়া হয়েছে।প্রাইমারি সেন্সরকে ডেলাইট ফটোগ্রাফির জন্য ডিজাইন করা হয়েছে এবং সেকেন্ডারি সেন্সর লো লাইটের জন্য ডিজাইন করা হয়েছে।সেলফির জন্য ফোনটিতে ২0 এমপি সোনি IMX376 সেন্সর রয়েছে। অটো এইচডিআর বৈশিষ্ট্যটি পিছন এবং সামনে ক্যামেরা দেওয়া হয়েছে ।এছাড়াও রিয়র এবং ফ্রন্ট ক্যামেরা AI ​​বোকে এনহ্যান্সমেন্ট ফিচারসের সাথে এসেছে।

নোকিয়া 6.1 প্লাস :15,999 টাকা থেকে শুরু 

নোকিয়া 6.1 প্লাস 5.8 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে এসেছে।এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর ও 4/6 জিবি RAM আছে।এতে 64 জিবি ইন্টারনাল মেমোরি আছে,যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 400 জিবি পর্যন্ত বাড়ানো যায়।এটি অ্যান্ড্রয়েড 8.1 ওরিও অপারেটিং সিস্টেমে চলে।ফটোগ্রাফির জন্য 16 মেগাপিক্সেল এবং 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়র ক্যামেরা রয়েছে।একই সাথে, 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা(f/2.0 অ্যাপারচার)দেওয়া হয়েছে।এছাড়াও রিয়র ক্যামেরা ​​বোকে এনহ্যান্সমেন্ট ফিচারসের সাথে এসেছে।এটির সঙ্গে Qualcomm এর দ্রুত চার্জ 3.0 প্রযুক্তি রয়েছে। এতে 3060 mAh ব্যাটারি রয়েছে।

এই মুহূর্তে বিশ্বের সেরা 5 টি ক্যামেরা স্মার্টফোনের নাম জানুন

পড়ুন :

শাওমি রেডমি নোট 5 Pro : 14,999 টাকা থেকে শুরু 

রেডমি নোট 5 প্রো স্মার্টফোনটি একটি 12এমপি এবং 5এমপি ডুয়েল ক্যামেরার সাথে এসেছে। উভয় সেন্সরের সাথে  f / 1.75 অ্যাপারচার যুক্ত, যা কম আলোতে ভালো ছবি নিতে পারে।শাওমি রেডমি Note 5 Pro স্মার্টফোনে স্ন্যাপড্রাগন 636 প্রসেসর ও 3100 mAh ব্যাটারী দেওয়া হয়েছে।রেডমী নোট 5 প্রোতে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।এছাড়াও একটি হাইব্রিড মেমোরি স্লট দেওয়া হয়েছে, যার ফলে ফোনটির স্টোরেজকে মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যায়।এই ফোনে মাইক্রোম্যাক্স ইউএসবি 2.0 পোর্ট চার্জিং জ্যাক দেওয়া হয়েছে।এটি একটি 5.99 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে।

Moto G6 : 13,999 টাকা থেকে শুরু 

ফোনটিতে 5.7 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। এই ফোনটিতে Qualcomm Snapdragon 450 প্রসেসর এবং 3 জিবি এবং 4 জিবি RAM রয়েছে। এছাড়াও 32 জিবি এবং 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে । ফটোগ্রাফির জন্য, 12 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল ডুয়েল রিয়র ক্যামেরা সেটআপ ফোনটিতে দেওয়া হয়েছে। এছাড়াও, 16 মেগাপিক্সেল সেলফি শ্যুটার দেওয়া হয়েছে। এতে 3000 mAh ব্যাটারি রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here