Honor 8C ভারতে দাম ও স্পেসিফিকেশন, আজ হবে লঞ্চ

অনার 8C এর দাম 11,990 টাকা থেকে শুরু

0
91

হুয়াওয়ের সাব ব্র্যান্ড Honor এই মাসে ভারতে অনার 10 লাইট লঞ্চ করেছিল।রিপোর্ট অনুযায়ী আজ কোম্পানি আরেকটি বাজেট ফোন Honor 8C লঞ্চ করতে চলেছে।অনারের অফিসিয়াল ওয়েবসাইট থেকে 29 নভেম্বর ভারতে অনার 8C লঞ্চ হওয়ার কথা জানা গেছে।Honor 8C কিছুদিন আগেই চীনে লঞ্চ করা হয়েছিল।আসুন জেনে নেই অনার 8C এর সম্ভাব্য দাম ও ফিচার সম্পর্কে।

Honor 8C ফিচার 

স্মার্টফোনটি এই বছর জুনে আসা স্ন্যাপড্রাগন 636 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া প্রথম স্মার্র্টফোন হতে পারে।সাথে 4 জিবি ও 6 জিবি র‌্যাম ও গ্রাফিক্সের জন্য এড্রোনো 506 জিপিইউ ও থাকতে পারে।কোয়ালকম স্ন্যাপড্রাগন 636 প্রসেসর,স্ন্যাপড্রাগন 626 প্রসেসরের থেকে 40 শতাংশ বেশি শক্তিশালী।এই শক্তিশালী প্রসেসরের দ্বারা আপনি সহজেই 4K ভিডিও রেকর্ড করতে পারবেন।অনার 8C ফোনটি 6.26 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লের সাথে আসবে।আইপিএস এইচডি প্লাস ডিসপ্লেটির স্ক্রিন রেজল্যুশন হলো 1520 × 720 পিক্সেল। এছাড়াও এর আসপেক্ট রেশিও 19:9 এবং স্ক্রিন টু বডি রেশিও 86.6 শতাংশ।

ফোনের অন্যান্য ফিচার সম্পর্কে কথা বললে,এই ফোনে 32/64 জিবি স্টোরেজ থাকবে।আপনি মেমরি কার্ডের মাধ্যমে 256 জিবি পর্যন্ত স্টোরেজ বাড়াতে পারবেন।এই ফোন 4000 mAh ব্যাটারির সাথে লঞ্চ হতে পারে।ফটোগ্রাফির জন্য 13 মেগাপিক্সেল (f/ 2.0) + 2 মেগাপিক্সেল (f/ 2.4) ডুয়াল রিয়ার ক্যামেরা এবং সামনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকবে।Honor 8C ফোনটি অ্যান্ড্রয়েড ওরিও 8.1 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হবে এবং EMUI 8.0 ইউজার ইন্টারফেসে চলবে।

Honor 8C দাম 

ফোনটির দাম যদিও এখনো জানা যায়নি।তবে অনুমান করা হচ্ছে অনার 8C এর দাম 11,990 টাকা থেকে শুরু হবে।এই ফোনে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও থাকবে।দামের দিক থেকে এই ফোনের মোকাবিলা নোকিয়া 5.1 প্লাস-র সাথে হবে।

পড়ুন : রিয়েলমি U1 ভারতে দাম ও স্পেসিফিকেশন, আজ হবে লঞ্চ

নোকিয়া 5.1 প্লাস : ফিচারস 

অ্যান্ড্রয়েড  8.1 ওরিও অপারেটিং সিস্টেমের সাথে আসা এই ফোনে একটি 5.8 ইঞ্চি এইচডি প্লাস স্ক্রিন আছে যার আসপেক্ট রেশিও 19:9 এবং পিক্সেল রেজল্যুশন 1570 X 720 ।কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে শক্তিশালী প্রসেসর এবং উন্নত ডিসপ্লের জন্য এই ফোন গেমিং এবং এন্টারটেনমেন্ট প্রেমীদের প্রথম পছন্দ হয়ে উঠবে।এই ফোনে মিডিয়াটেক Helio P60 প্রসেসর(ফোর কর্টেক্স A73 কোর্স এবং ফোর কর্টেক্স A53 কোর্স) দেওয়া হয়েছে।নোকিয়া 5.1 প্লাস 3 জিবি ও 4 র‌্যাম এবং 32 জিবি ও 64 জিবি স্টোরেজ,এই দুই বিকল্পের সাথে লঞ্চ হয়েছে।

ফটোগ্রাফির জন্য ফোনে 13 মেগাপিক্সেল(f/2.0 অ্যাপারচার)+ 5 মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা আছে, যার সাথে আছে PDAF অটোফোকাস প্রযুক্তি।এছাড়াও সেলফির জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে যার সাথে আছে f/2.2 অ্যাপারচার এবং 80.4 ডিগ্রী ওয়াইড এঙ্গেল লেন্স। এই ফোনে 3060mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here