গতকাল প্রেস মিটিংয়ে ইসরো চেয়ারম্যান কে সিভান চন্দ্রজান ২ এর লঞ্চের তারিখ জানিয়ে দিলেন। এছাড়া তিনি এই মিটিংয়ে তাদের আসন্ন প্রোগ্রাম গগনযান সম্পর্কেও বহু কথা জানিয়েছেন। চন্দ্রজান ২ পূর্ববর্তী চন্দ্রযান ১ এর থেকে অনেক উন্নত।পূর্বে ISRO জানিয়েছিল চন্দ্রজান ২ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ১৬ – এর মাঝে লঞ্চ করা হবে।এই মিশনটির জন্য খরচ হবে ৮০০ কোটি টাকা। সিভান তার ব্যাঙ্গালুরুর রিপোর্টে বলেছেন যে চন্দ্রযান ২ এর লঞ্চের সময় পিছিয়ে ২৫ মার্চ হতে এপ্রিলের শেষের মধ্যে করা হবে।
তিনি আরো বলেছেন যে স্পেস এজেন্সি আগে সম্মতি দিয়েছিল জানুয়ারি হতে ফেব্রুয়ারির মাঝে চন্দ্রযান ২ লঞ্চ করার। তবে কিছু সমস্যার দরুন এবং কিছু টেস্ট সম্পূর্ণ না হওয়ায় তা লঞ্চ করা সম্ভব হয়নি।
কে সিভান বলেছেন তাদের অন্য একটি যোজনা গগনযান লঞ্চের সময় হিসাবে ডিসেম্বর ২০২১ নির্ধারিত হয়েছে , এবং এই মিশনের জন্য একজন মহিলা অ্যাস্ট্রোনটকে সিলেক্ট করা হবে ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে এই মিশনকে আরো তাড়াতাড়ি ফলপ্রসূ করার জন্য তিনজনের একটি টিমও তৈরি করা হয়েছে।
সিভান এও বলেছেন যে তাদের মূল লক্ষ্য বর্তমানে ২০১৯ এর মধ্যে গগনযানের নকশা তৈরি করা। এই মিশনের জন্য ৯০২৩ কোটি টাকা ধরা হয়েছে।