Huawei Mate 20 Pro তে এলো নতুন আপডেট, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কলিং

0
129

হুয়াওয়ে তাদের ফ্ল্যাগশিপ ফোন Mate 20 Pro-র জন্য নতুন আপডেট এনেছে। এই আপডেটে ViLTE ভিডিও সার্ভিসের আনন্দ নেওয়া যাবে। ViLTE হলো এমন একটি পরিষেবা যার মাধ্যমে আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই ভিডিও কল করতে পারবো। এছাড়াও এই ফোনে খুব শীঘ্রই অ্যান্ড্রয়েড সিক্যুরিটি প্যাচের ও আপডেট পাওয়া যাবে।

হুয়াওয়ে মেট 20 প্রো দাম :

এই ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের মূল্য ৬৯৯৯০ টাকা।ফোনটি Emerald Green এবং Twilight রংয়ের সাথে লঞ্চ করা হয়েছে।

হুয়াওয়ে মেট 20 প্রো এই 7 টি ইউনিক ফিচারের সাথে লঞ্চ হয়েছে :

  • এটি বিশ্বের প্রথম 7nm Kirin 980 প্রসেসরের সাথে লঞ্চ হওয়া স্মার্টফোন।
  • প্রথম স্মার্টফোন যেখানে ২.৫ মিমি লেইকা মাইক্রোশটস দেওয়া হয়েছে।
  • আল্ট্রা ওয়াইড এঙ্গেল সহ বিশ্বের প্রথম তিনটি রিয়ার ক্যামেরার স্মার্টফোন।
  • ফোনে এআই সিনেমাটোগ্রাফি ফিচার দেওয়া হয়েছে।
  • ফোন ৪২০০ এমএএইচ ব্যাটারি এবং ৪০ ওয়াট সুপার চার্জ সাপোর্ট করে।
  • বিশ্বের প্রথম ওয়ারলেস ১৫ ওয়াট চার্জিং স্মার্টফোন।
  • ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ম্যাক্সিমাম ভিউ সহ এই ফোনে দেওয়া হয়েছে।

পড়ুন : Poco F1 এ এলো MIUI 10.2.3.0 আপডেট, পাবেন এই সুবিধা