EVM VVPAT এর মাধ্যমে কিভাবে ভোট দেবেন ? সজাগ করছে Google Doodle

0
123

ভারতে শুরু হচ্ছে তৃতীয় দফার ভোট। এর আগে গুগল তাদের Doodle পরিষেবার মাধ্যমে মানুষকে ভোট দানে উৎসাহিত করার চেষ্টা করছে। তৃতীয় দফায় 15টি রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত প্রদেশ সহ মোট 117 টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। গুগল এবার প্রথম দফার ভোট গ্রহণের দিন থেকেই মানুষকে সজাগ করছে। এইবার লোকসভা ভোট প্রথমবার EVM VVPAT ব্যবহার করা হচ্ছে। আসুন জেনে নেই কিভাবে EVM VVPAT এর মাধ্যমে আপনি ভোট দেবেন।

১. সবার প্রথম পোলিং অফিসার আপনার নাম ভোটার লিস্টে চেক করবে এবং আপনার আইডি প্রুফ চেক করবে।

২. দ্বিতীয় পোলিং অফিসার আপনার আঙুলে কালি লাগিয়ে দেবে এবং একটি স্লিপ দেবে। এখানে রেজিস্টারে সই করিয়ে নেবে।

৩. তৃতীয় পোলিং অফিসার আপনার স্লিপ নিয়ে ও আঙুলে কালি দেখে পোলিং বুথে যাওয়ার অনুমতি দেবে।

৪. এরপর আপনি যাকে ভোট দিতে চান তার নামের আগে বাটনে চাপ দেবেন।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

পড়ুন : কোথায় কত ভোট পড়লো জানতে ডাউনলোড করুন এই অ্যাপ