16MP ক্যামেরার সাথে ZTE Blade A7 লঞ্চ হলো, দাম 6500 টাকার কম

0
495

স্মার্টফোন নির্মাতা কোম্পানি ZTE তাদের Blade সিরিজের নতুন একটি ফোন লঞ্চ করেছে। এই ফোনটি আপাতত চীনে লঞ্চ করা হয়েছে। খুব শীঘ্রই এই ফোনকে অন্যান্য দেশে লঞ্চ করা হবে। চীনে এই ZTE Blade A7 এর দাম 599 ইউয়ান, প্রায় 6,100 টাকা। ফোনটি নীল ও কালো রংয়ে পাওয়া যাবে। আজ থেকে এই ফোনের প্রি অর্ডার শুরু হচ্ছে।

ZTE Blade A7 দাম :

এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট লঞ্চ করা হয়েছে। এর 2 জিবি র‌্যাম ও 32 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 599 ইউয়ান, প্রায় 6,100 টাকা। আবার 3 জিবি র‌্যাম ও 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 699 ইউয়ান, প্রায় 7,100 টাকা।

ZTE Blade A7 স্পেসিফিকেশন :

এই ফোনে 6.088 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার রেজল্যুশন 1560 x 720 পিক্সেল। এই ফোনে 2 গিগাহার্টজ মিডিয়াটেক হেলিও পি 60 প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনে পাবেন 3200 এমএএইচ ব্যাটারি।

ক্যামেরার কথা বললে এই ফোনে 16 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। যার অ্যাপারচার f/2.0 । সেলফির জন্য এই ফোনে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। কানেক্টিভিটির কথা বললে এই ফোনে ডুয়াল সিম, 4G, ব্লুটুথ, ওয়াইফাই, মাইক্রো ইউএসবি পোর্ট প্রভৃতি ফিচার আছে।

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

পড়ুন : আসছে Realme X, ফিচার হবে প্রিমিয়াম দাম হবে কম