বিশ্বের সেরা ক্যামেরা স্মার্টফোনের কথা বললে গুগলের Pixel 3 XL এর নাম উপরের দিকে থাকবেই। একটি রিয়ার ক্যামেরার এই ফোনের দাম ছিল 83,000 টাকা। এই দাম এর 64 জিবি ভ্যারিয়েন্টের। আপনি যদি এই ফোনটি কেনার কথা ভেবেছিলেন কিন্তু বেশি দামের জন্য কিনতে পারেননি তবে Flipkart এর নতুন অফারে অবশ্যই কিনতে পারবেন। ফ্লিপকার্টের ধামাকা অফারে এই ফোনটি এখন 34,000 টাকায় কেনার সুযোগ আছে।
Google Pixel 3 XL এর নতুন দাম :
এই ফোনের 4 জিবি র্যাম + 64 জিবি স্টোরেজের দাম 83,000 টাকা। তবে 28,001 টাকা ফ্লাট ডিসকাউন্টের সাথে ফোনটির নতুন দাম হয়েছে 54,999 টাকা। আবার এর 4 জিবি র্যাম + 128 জিবি স্টোরেজের দাম 92,000 টাকা। যা এখন 65,999 টাকায় কেনা যাবে। এই ফোনে 26,001 টাকা ফ্লাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এছাড়াও এই দুটি ফোনের উপর 21,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। আবার এক্সিস ব্যাংক বাজ ক্রেডিট কার্ড গ্রাহকরা 5 % ছাড় পাবে। এই সমস্ত অফারের সুবিধা নিতে পারলে আপনি 33,999 টাকায় 64 জিবি এবং 44,999 টাকায় 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে পারবেন।
Google Pixel 3 XL ফিচার :
এই ফোনটি একটি সেরা ক্যামেরা স্মার্টফোন। যেখানে বিভিন্ন কোম্পানি চারটি ক্যামেরার স্মার্টফোনও লঞ্চ করছে। সেখানে গুগল 12.2 মেগাপিক্সেলের ক্যামেরা এনে সবাইকে পিছনে ফেলে দিয়েছে। এই ফোনে 6.3 ইঞ্চি OLED ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও 18.5:9 । এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 845 প্রসেসর আছে। এই ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটি 3430 এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।