Redmi K20 এর সাথে ভারতে আসছে Xiaomi Redmi 7A

0
295

গতবছরেরই Xiaomi তাদের Redmi সিরিজের ফোনকে অন্য একটি ব্র্যান্ড হিসাবে ঘোষণা করেছে। আর তারপর থেকেই কোম্পানি এই ব্র্যান্ডের তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। এই তিনটি ফোনের মধ্যে Redmi Note 7 Pro যথেষ্টই মার্কে টে জনপ্রিয়। এবার কোম্পানি রেডমি নোট 7 সিরিজের সব চেয়ে কমদামি ভ্যারিয়েন্ট Redmi 7A ভারতে লঞ্চ করার তোড়জোড় শুরু করেছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাওমির এক ব্যাবসায়িক কর্মকর্তা জানিয়েছেন Redmi K20 সিরিজের সাথে ভারতে Redmi 7A লঞ্চ করা হবে। যদিও এর সঠিক কোনো সময় তিনি জানান নি। তবে অনুমান করা যাচ্ছে কোম্পানি এই ফোনগুলো মাসের শুরুতেই ভারতে লঞ্চ করতে পারে। আসুন Redmi 7A এর ফিচার ও দাম জেনে নেই।

অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড 9 পাই এর সাহায্যে তৈরি করা মিইইউআই 10 ।

ডিসপ্লে: ফোনটিতে থাকবে 5.45 ইঞ্চির 18:9 আসপেক্ট রেশিয়র আইপিএস এলসিডি ডিসপ্লে।ডিসপ্লেটি এইচডি + (720×1440 পিক্সেল) হবে।

প্রসেসর: এই ফোনটিতে থাকবে 1.95GHZ ক্লক স্পিডের কোয়ালকম স্নাপড্রাগনের 439 অক্টা কোর চিপসেট।

র‍্যাম ও স্টোরেজ: ফোনটি তিনটি ভিন্ন মডেলে আসবে, 2জিবি র‍্যাম + 16জিবি স্টোরেজ, 2জিবি র‍্যাম+ 32 জিবি স্টোরেজ, 3জিবি র‍্যাম+ 32 জিবি স্টোরেজ।

ক্যামেরা: ফোনের পিছনে থাকবে 13 মেগাপিক্সেলের একটিমাত্র ক্যামেরা সেন্সর,সাথে থাকবে এলইডি ফ্লাশ। ক্যমেরাতে এআই ফিচার,পিডিএএফ ফাস্ট ফোকাস, এআই বিউটি, এআই ব্যাকগ্রাউন্ড ব্লার এর মতো গুরুত্বপূর্ণ ফিচার থাকছে। ফ্রন্ট ক্যামেরায় থাকবে 5 মেগাপিক্সেলের সেলফি সেন্সর।

ব্যাটারি: আগের রেডমি ফোনের মতো এই ফোনেও থাকতে পারে 4000mah এর ব্যাটারি, যা 10ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে।

কানেকটিভিটি: ডুয়াল সিমের এই ফোনটিতে থাকবে 4g ভোলটি, ওয়াইফাই,ব্লুটুথ 4.2, জিপিএস।

কানেকটিভিটি পোর্ট: মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে,আর তার সাথে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক।

মূল্য: চিনে ফোনটির মূল্য RMB 599, যা ভারতীয় মুদ্রায় প্রায় 6000 টাকা, তাই আশা করা যাচ্ছে এই দামে ফোনটি লঞ্চ হবে ভারতে।

পড়ুন : কবে ভারতে আসছে Redmi K20, K20 Pro ? জানা গেলো লঞ্চের তারিখ

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here