Redmi K20 নাকি Realme X? জেনে নিন আপনি কোনটা কিনবেন

0
715

ভারতের স্মার্টফোন মার্কেটের দুই চির প্রতিদ্বন্দ্বী, রেডমি ও রিয়েলমি গতসপ্তাহে তাদের মিড রেঞ্জ প্রিমিয়াম ফোন, Redmi K20 সিরিজ ও Realme X লঞ্চ করেছে। এই দুটো ফোন চীনে আগেই লঞ্চ করা হয়েছিল। Redmi K20 ফোনের ফিচারের কথা বললে এতে স্নাপড্রাগন 730 প্রসেসর, 48 মেগাপিক্সেল ক্যামেরা, 4000mAh ব্যাটারি আছে। আবার Realme X ফোনে স্নাপড্রাগন 710 প্রসেসর, 48 মেগাপিক্সেল ক্যামেরা ও 3765mAh ব্যাটারি আছে। আজ এই দুই ফোনের স্পেসিফিকেশনের পার্থক্য আমরা জেনে নেবো।

ফোনদুটির মূল্যের দিক থেকে:

Redmi K20 এর 6জিবি র‍্যাম+ 64 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 21,999 টাকা।
Redmi K20 এর 6জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 23,999 টাকা।

Realme X এর 4জিবি র‍্যাম+ 128 জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 16,999 টাকা।
Realme X এর 8জিবি র‍্যাম+ 128জিবি স্টোরেজে ভ্যারিয়েন্টের মূল্য 19,999 টাকা।

রিয়েলমি X এর বেস ভ্যারিয়েন্টের দাম প্রায় 5000 টাকা কম, কিন্তু 2 জিবি র‍্যাম এর জন্য রেডমি K20 কিনবেন কিনা তা ঠিক করার আগে বাকি তুলনাগুলিও দেখে নেওয়া যাক।

ডিসপ্লে:

Redmi K20 তে রয়েছে 6.39 ইঞ্চির এইচডি+ এমলেড ডিসপ্লে, যার এসপেক্ট রেশীয় 19:5:9, এছাড়াও 403 পিপিআই এর সাথে 2.5ডি কর্নিন গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন।

Realme X এর ডিসপ্লে সামান্য বড় Redmi K20 এর তুলনায়। ফোনটিতে রয়েছে 6.53 ইঞ্চির এইচডি+ এমলেড ডিসপ্লে, যার এসপেক্ট রেশীয় 19:5:9, এছাড়াও 399 পিপিআই এর সাথে 2.5ডি কর্নিন গরিলা গ্লাসের প্রোটেকশন।

প্রসেসর:

Redmi K20 তে রয়েছে 2.2Ghz এর কোয়ালকম স্নাপড্রাগন 730 প্রসেসর, সাথে রয়েছে এড্রিনো 618 জিপিইউ।

Realme X এ রয়েছে 2.2Ghz এর কোয়ালকম স্নাপড্রাগন 710 প্রসেসর, সাথে রয়েছে এড্রিনো 616 জিপিইউ।

ক্যামেরা:

দুটি ফোনের ক্ষেত্রে ট্রিপল ক্যামেরার সুবিধা থাকলেও বেশ কিছু পার্থক্য রয়েছে ক্যামেরা লেন্সের ক্ষেত্রে।

Redmi K20: এই ফোনটিতে রয়েছে 48 মেগাপিক্সেল এর Sony IMX582 সেন্সর, যার অ্যাপারচার f/1.75, 2X অপটিক্যাল জুম এর সাথে f/2.4 অ্যাপারচারের 8 মেগাপিক্সেল এর টেলিফটো লেন্স ও f/2.4 অ্যাপারচারের 13 মেগাপিক্সেল 124.8° ওয়াইড এঙ্গেল লেন্স।

Realme X: 48 মেগাপিক্সেল এর sony IMX582 সেন্সর যার অ্যাপারচার f/1.75, 5 মেগাপিক্সেল এর f/2.4 অ্যাপারচারের ডেপথ সেন্সর লেন্স।

ভিডিও রেকর্ডিং:

Redmi K20 তে থাকছে 30 এফপিএস এ 4k ভিডিও রেকর্ডিং এর সুবিধা। তাছাড়াও 30 এফপিএস ও 60 এফপিএস এ 1080পি রেকর্ডিং, 120 এফপিএস এ 1080পি স্লোমোশন রেকর্ডিং এর সুবিধা। 120 এফপিএস, 240 এফপিএস ও 960 এফপিএস এ 720পি স্লোমোশন ভিডিও রেকর্ডিং করা যাবে ফোনটিতে। ফোনটির ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন এর জন্য ভিডিও রেকর্ডিং আরো সুবিধার হবে।

Realme X এও 4k ভিডিও রেকর্ড করা যাবে 30 এফপিএস এ, 1080পি এবং 720পি ভিডিও রেকর্ড করা যাবে 30 ও 60 এফপিএস এ। ফোনটি 120 এফপিএস এ স্লোমোশন ভিডিও রেকর্ডিং করতে পারবে 1080পি তে, 720পি ডিডিও রেকর্ডিং করতে পারবে 240পি ও 960 পি তে।এই ফোনটিতেও রয়েছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা।

সেলফি ক্যামেরা:

Redmi K20 তে রয়েছে 20 মেগাপিক্সেল এর f/2.2 অ্যাপারচারের পপ আপ সেলফি ক্যামেরা।
Realme X এ রয়েছে 16 মেগাপিক্সেল এর f/2.2 অ্যাপারচারের পপ আপ সেলফি ক্যামেরা।

ব্যাটারি ও চার্জিং:

Redmi K20 তে রয়েছে 18W ফাস্ট চার্জিং এর সুবিধা যুক্ত 4000mAh এর ব্যাটারি।

Realme X এ রয়েছে 20W ভিওওসি 3.0 ফাস্ট চার্জিং এত সুবিধা যুক্ত 3765mAh এর ব্যাটারি।

এছাড়াও অন্যান্য ফিচার গুলির মধ্যে
● Realme X ও Redmi K20 তে অপারেটিং সিস্টেম হিসাবে যথাক্রমে রয়েছে অ্যান্ড্রয়েড পাই এর উপর তৈরি color os 6 ও miui10 আছে।
● ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে রয়েছে ফেসআনলকের ফিচার দুটি ফোনে।
● 3.5এমএম হেডফান জ্যাক রয়েছে ।
● দুটি ফোনের কোনটিতেই মাইক্র এসডি কার্ড ব্যবহারের সুবিধা থাকছে না।
● Realme X ও Redmi K20 এই ডুয়াল সিম ফোন দুটিতে সাপোর্ট করে 4G Volte ও রয়েছে ব্লুটুথ 5 এর সুবিধা।

পড়ুন : আকর্ষণীয় অফারের সাথে আজ থেকেই Realme X কেনার বিরাট সুযোগ

প্রযুক্তির সাম্প্রতিক খবর আর রিভিউস জানতে লাইক করুন আমাদের Facebook পেজ অথবা Whatsapp গ্রুপে যুক্ত হোন আর সাবস্ক্রাইব করুন YouTube.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here