LED TV খুঁজছেন? দাম কমলো শাওমির এই দুটি স্মার্টটিভির

0
400

Xiaomi ভারতে তাদের জনপ্রিয় Mi TV এর দাম কমিয়ে দিলো। সেল বাড়াতে কোম্পানি Mi LED TV 4A Pro এর 32 ইঞ্চি এবং 43 ইঞ্চি, Mi LED TV 4C Pro এর 32 ইঞ্চি সস্তায় উপলব্ধ করেছে। নতুন দামে এই টিভি দুটি ফ্লিপকার্ট, আমাজন ও মি স্টোর থেকে কেনা যাবে। শাওমি এইমুহূর্তে ভারতে স্মার্টটিভি ব্যাবসায় প্রথমে আছে। এই বছরে মে মাস পর্যন্ত কোম্পানি ভারতে 20 লাখেরও বেশি স্মার্টটিভি বিক্রি করেছে। যা অন্য কোনো কোম্পানির দ্বারা সম্ভব হয়নি।

কোম্পানি গতবছর ভারতে Mi LED TV 4A Pro এর দুটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছিল। এরমধ্যে একটি ছিল 32 ইঞ্চি ভ্যারিয়েন্ট, যার আগে দাম ছিল 12,999 টাকা। তবে দাম কমার পর এই টিভিটি 12,499 টাকায় কেনা যাবে। আবার অন্য একটি হলো 43 ইঞ্চি ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটি এখন 21,999 টাকায় পাওয়া যাবে। যার আগে দাম ছিল 22,999 টাকা।

আবার Mi LED TV 4C Pro টিভিটি ( 32 ইঞ্চি ) একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল। এই স্মার্টটিভিটি এখন 12,999 টাকার জায়গায় 12,499 টাকায় কেনা যাবে। এই টিভিটি আমাজন ইন্ডিয়া ও কোম্পানির অফিসিয়াল সাইট থেকে কেনা যাবে।

Mi LED TV 4A Pro ( 32 ইঞ্চি) HD রেডি (1366×768) ডিসপ্লে এবং 20W স্টোরিও স্পিকারের সাথে এসেছে। এই টিভিটি Cortex A53 কোয়াড কোর প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। এতে 1 জিবি র‍্যাম ও 8 জিবি স্টোরেজ আছে। Mi LED TV 4A Pro ( 43 ইঞ্চি) ফুল এইচডি (1920×1080)  ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে।

পড়ুন : 10 হাজার টাকার মধ্যে LED TV খুঁজছেন? দেখুন তালিকা

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here