5180mAh ব্যাটারির সাথে এলো লেনোভোর নতুন ট্যাব

0
303

স্মার্টফোন নির্মাতা কোম্পানি লেনোভো ভারতে তাদের নতুন ট্যাব Tab V7 লঞ্চ করলো। এর দাম 12,990 টাকা। এই ট্যাবলেটে এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়াও পাবেন একটি রিয়ার ক্যামেরার সাথে 5180mAh ব্যাটারি। লেনোভো ট্যাব ভি 7 আগস্টের 1 তারিখ থেকে ফ্লিপকার্টে পাওয়া যাবে।

অনলাইন ও অফলাইনে পাওয়া যাবে :

এই ট্যাবটি অনলাইন এবং অফলাইন মার্কেটে উপলব্ধ হবে। ট্যাবে একটি রিয়ার ক্যামেরা রয়েছে। এতে এলটি নেটওয়ার্ক সাপোর্ট করবে। ট্যাবটিতে একটি ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

ডিসপ্লে ও ক্যামেরা :

এই ট্যাবে 6.95 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে। যার আসপেক্ট রেশিও 18:9 । ক্যামেরার কথা বললে এতে 13 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফটোগ্রাফির জন্য এই ট্যাবে প্যানোরামা, অটোফোকাস, নাইট শটের মতো ফিচার রয়েছে। এই ট্যাব থেকে 30fps এ 1080 পিক্সেল ভিডিও শ্যুট করা যেতে পারে।

স্টোরেজ ও ব্যাটারি :

Tab V7  ট্যাবে স্ন্যাপড্রাগন 450 চিপসেট দেওয়া হয়েছে। ট্যাবটি 3/4 জিবি র‌্যাম ও 32/64 জিবি স্টোরেজ বিকল্পে উপলব্ধ। অপারেটিং সিস্টেমের কথা বললে এতে পাবেন অ্যান্ড্রয়েড 9 পাই।

কানেক্টিভিটি :

কানেক্টিভিটির জন্য এই ট্যাবে ডুয়েল ন্যানো সিম, 4G সাপোর্ট, ওয়াই ফাই 802.11, ব্লুটুথ 4.2, ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।  

পড়ুন : লেনোভো S5 Pro লঞ্চ হলো, চারটি ক্যামেরা ও 6 জিবি র‌্যাম সহ ভারতে দাম 13,700 টাকা

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here