Xiaomi দুই মাস আগে চীনে Redmi K20 এবং K20 Pro লঞ্চ করেছিল। মে তে লঞ্চ করা এই দুই ফোনের দাম এবার কমিয়ে দিলো। আপনাকে জানিয়ে দেই কোম্পানি চীনেই আপাতত এই ফোনের দাম কমিয়েছে। আজ অর্থাৎ 1 অগাস্ট থেকে নতুন দামে ফোন দুটি পাওয়া যাবে। মনে করা হচ্ছে ভারতেও খুব শীঘ্রই কোম্পানি এই ফোনের দাম কমানোর কথা ঘোষণা করবে।

চীনে Redmi K20 এর 6GB +128GB ভ্যারিয়েন্টের দাম হবে 2099 ইউয়ান ( প্রায় 20,990 টাকা ), যা এখন 1999 ইউয়ান ( প্রায় 19,990 টাকা ) দামে কেনা যাবে।

আবার Redmi K20 Pro এর 6GB +128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 2599 ইউয়ান ( প্রায় 25,990 টাকা ) যা এখন হয়েছে 2299 ইউয়ান ( 22,990 টাকা ), আবার 8GB +128GB ভ্যারিয়েন্টের দাম ছিল 2799 ইউয়ান ( প্রায় 27,990 টাকা ) যা এখন হয়েছে 2499 ইউয়ান ( 24,990 টাকা ) ।

Redmi K20 Pro স্পেসিফিকেশন:

এই ফোনে ডুয়াল সিম সাপোর্টের সাথে অ্যান্ড্রয়েড 9 পাই ভিত্তিক MIUI 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। Redmi K20 Pro ফোনে 6.39 ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন রেজল্যুশন 1080 x 2340 পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 855 প্রসেসর, 8 জিবি পর্যন্ত র‌্যাম এবং 256 জিবি পর্যন্ত স্টোরেজ আছে। আবার গ্রাফিক্সের জন্য এড্রেনো 640 ও পাওয়া যাবে।

Redmi K20 Pro ক্যামেরা :

ক্যামেরার কথা বললে Redmi K20 Pro ফোনে তিনটি রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে 13 মেগাপিক্সেল। এছাড়াও 8  মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। কোম্পানি দাবি করেছে এই ফোন লো লাইট ফোটোগ্রাফি ও 960fps এ স্লো মোশন ভিডিও রেকর্ড করা যাবে। সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে 20 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে । 

Redmi K20 Pro ব্যাটারি ও কানেক্টিভিটি:

Redmi K20 Pro ফোনে 27W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 4,000mAh ব্যাটারি আছে। চারজিংএর জন্য এই ফোনে ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও 3.5 এমএম হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ প্রভৃতি আছে।

Redmi K20 স্পেসিফিকেশন:

Redmi K20 Pro এর মতো এতেও ডুয়াল সিম সাপোর্টের সাথে অ্যান্ড্রয়েড 9 পাই ভিত্তিক MIUI 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে 6.39 ইঞ্চি এমোলেড ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে। যার আসপেক্ট রেশিও 19.5:9 এবং স্ক্রিন রেজল্যুশন 1080 x 2340 পিক্সেল। এছাড়াও এতে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, কোয়ালকমের স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, 6 জিবি পর্যন্ত র‌্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ আছে।

Redmi K20 ক্যামেরা ও ব্যাটারি:

Redmi K20 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। যার প্রাইমারি ক্যামেরা 48 মেগাপিক্সেল IMX586 সেন্সির, সেকেন্ডারি ক্যামেরা আলট্রা ওয়াইড সেন্সরের সাথে 13 মেগাপিক্সেল। এছাড়াও 8  মেগাপিক্সেল টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে।সামনের ক্যামেরার কথা বললে এই ফোনে 20 মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোড় ফটো নেওয়ার জন্য AI এর সাহায্য নেওয়া হয়েছে । এছাড়াও ফোনে 18W ফাস্ট চার্জিং প্রযুক্তি সহ 4,000mAh ব্যাটারি আছে।

পড়ুন : একাধিক প্রিমিয়াম ফিচারের সাথে Redmi K20 এবং Redmi K20 Pro ভারতে লঞ্চ হলো

সব খবর পড়তে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হোন – এখানে ক্লিক করুন

টেক ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন – এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here