গুগল এবার থেকে স্লো লোডিং ওয়েবসাইটগুলিতে ট্যাগ ব্যবহার করতে চলেছে। ব্যবহারকারীর ডিভাইস এবং নেটওয়ার্ক এর স্পিড এর ওপর নির্ভর করে এই ট্যাগ ব্যবস্থা নিয়ে আসা হচ্ছে। এই সিদ্ধান্তের মূল কারন হলো স্লো লোডিং ওয়েবসাইট এবং পেজ বন্ধ করা। স্লো লোডিং ওয়েবসাইটের ক্ষেত্রে অনেক সময়ে আপনার মনে হয় আপনার নেটওয়ার্ক স্পিড কম, কিন্তু মূল কারন ওয়েবসাইট এর সমস্যাই হয়।এবার থেকে স্লো ওয়েবসাইটে গুগল একটি ট্যাগ ব্যবহার করবে যাতে লেখা থাকবে “usually loads slow”। এই লেখা দেখে যেকোনো ব্যবহারকারী নির্ধারণ করতে পারবেন যে তিনি এই সাইটটি খুলবেন কি না।