আগামী বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ হওয়ার পরে পরেই ভারতে লঞ্চ হতে চলেছে ডিজনি প্লাস। যদিও ডিসনি প্লাস এর জন্য কোন আলাদা অ্যাপ থাকবে না, এর সমস্ত কনটেন্ট আপনি ভারতের সবথেকে বড় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হটস্টারে দেখতে পাবেন। বর্তমানে ডিজনি প্লাস আমেরিকা কানাডা এবং ব্রিটেনে উপলব্ধ। লঞ্চ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ডিসনি প্লাসের সাবস্ক্রাইবার সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে যায়। এই ডিসনি প্লাসের ক্যাটালগে আপনারা ডিজনি টাইটেল, পিক্সারের অ্যানিমেটেড সিনেমা, স্টার ওয়ার্স সাগা এবং মার্ভেল অ্যাভেঞ্জার্সের মত কনটেন্ট পেয়ে যাবেন। ভারতে ডিজনি প্লাসের সাবস্ক্রিপশন রেট এখনো জানা যায়নি তবে অন্যান্য দেশে এর দাম প্রতিবছরে ৬৯.৯৯ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৫,৫০০ টাকার কাছাকাছি।