জনপ্রিয় সোশ্যাল মিডিয়া কম্পানি ফেসবুক সরালো ১১.৬ মিলিয়ন শিশু নির্যাতন মূলক পোস্ট। ফেসবুকে প্রতিনিয়ত শিশু নির্যাতন এবং শিশু নগ্নতা মূলক পোস্ট বেড়ে চলায় ফেসবুক কতৃপক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও ফেসবুকের অন্যতম বিভাগ ইন্সটাগ্রাম হতে ও ৭৫৪,০০০ টি পোস্ট রিমুভ করা হয়েছে। এছাড়াও ফেসবুক মহল থেকে আত্মহত্যা এবং আত্মঘাতী মূলক পোষ্ট সরানোর কথা ও উঠে এসেছে।তারা ইতিমধ্যেই ২.৫ মিলিয়ন আত্মহত্যা জনিত পোস্ট ডিলিট করেছেন এবং ভবিষ্যতে এরম পোস্ট যাতে না আসে সে বিষয়েও খেয়াল রাখবেন বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। ইন্সটাগ্রাম হতে ও একই পদক্ষেপ নিয়ে ৮৪৫,০০০ পোস্ট সরানো হয়েছে। এছাড়া আরও কিছু ধরনের লেখা এবং ছবি ফেসবুক সরানোর কথা ভেবেছে। তার মধ্যে আছে নিষিদ্ধ বন্দুক জনিত লেখা এবং ছবি গুলি।