এবার ব্যাঙ্কিং সেক্টরেও নিজের নাম সংযুক্ত করতে পারে বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগল। সিটি গ্রুপ এবং স্ট্যানফোর্ড ফেডারেল ক্রেডিট ইউনিয়নের সঙ্গে যুক্ত হয়ে এবার আপনাদের চেকিং অ্যাকাউন্ট ব্যবস্থা চালু করতে চলেছে এই কোম্পানিটি। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী গুগল এখন একটি প্রোজেক্টে কাজ করছে যার নাম দেওয়া হয়েছে CACHE। যার লক্ষ্য হল শুধুমাত্র পেমেন্ট সেক্টর থেকে বেরিয়ে এবার ব্যাঙ্কিং সেক্টরেও যুক্ত হওয়া। আপাতত এই ব্যাঙ্কিং এবং চেকিং অ্যাকাউন্ট ফেসিলিটি আমেরিকার জন্য চালু করা হলেও পরবর্তীতে ভারতেও এটি আসতে চলেছে। ইতিমধ্যেই গুগল ভারতে গুগল পে এর মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ শুরু করে দিয়েছে।