বেশ কিছুদিন আগে ইউটিউব আপনাদের জন্য একটি ফিচার নিয়ে এসেছিল যার মাধ্যমে আপনি আপনাদের পছন্দের ভিডিওগুলিকে চ্যানেল এবং প্লেলিস্ট হিসেবে ভাগ করে রাখতে পারতেন কিন্তু সেই প্লেলিস্টের মধ্যে ভিডিওগুলিকে সাজানোর কোন অপশন ছিল না। তবে আর কিছুদিনের মধ্যেই এই ফিচারটি আসতে চলেছে ইউটিউব মোবাইল অ্যাপে। বেশ কিছু ফিডব্যাক এবং ওয়েব ডেভেলপারদের মতামত শোনার পর গুগল তাদের ইউটিউব অ্যাপে এমন একটি ফিচার আনতে চলেছে যার মাধ্যমে আপনি কোন চ্যানেলের ভিডিওগুলিকে নিজের পছন্দমতো সাজিয়ে নিতে পারবেন। এই সাজানোর জন্য আপনি পাবেন তিনটি অপশন- নতুন থেকে পুরোনো, পুরোনো থেকে নতুন, এবং জনপ্রিয়তার নিরিখে। এই অপশনটি আপনারা পেয়ে যাবেন যে কোন চ্যানেলের প্লেলিস্ট অপশনের “Sort by” সেকশনে।