চীনা স্মার্টফোন কোম্পানি শাওমি তাদের নোট সিরিজের ফোন Redmi Note 4 কে দুটো আলাদা আলাদা প্রসেসরের সাথে লঞ্চ করেছিল। প্রথমে এই ফোনে হেলিও এক্স২০ প্রসেসর দেখা গিয়েছিলো। পরে কোম্পানি স্ন্যাপড্রাগন ৬৫০ এর সাথেও এই ফোনটি নিয়ে আসে। এবার সম্প্রতি লঞ্চ হওয়া Redmi Note 8 Pro ও দুটো প্রসেসরের সাথে আসতে পারে। আমরা জানি এই ফোনটি আপাতত মিডিয়াটেক হেলিও জি৯০টি প্রসেসরের সাথে ভারতে উপলব্ধ।
তবে নতুন একটি রিপোর্ট অনুযায়ী, রেডমি নোট ৮ প্রো কে স্ন্যাপড্রাগন ৭৩০জি প্রসেসরের সাথে লঞ্চ করা হতে পারে। Xiaomishka নামের একজন ব্যক্তি টুইটারে জানিয়েছেন যে, সম্প্রতি রেডমির নতুন একটি মডেল দেখা গেছে। এই মডেলটি স্ন্যাপড্রাগন প্রসেসরের সাথে রেডমি নোট ৮ প্রো এর আপগ্রেড ভার্সন হবে।
https://twitter.com/xiaomishka/status/1194947043212611586
Redmi Note 8 Pro দাম:
রেডমি নোট ৮ প্রো ফোনটি ভারতে তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। যেগুলো হলো ৬ জিবি র্যাম + ৬৪ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ। এই তিনটি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১৪,৯৯৯ টাকা, ১৫৯৯৯ টাকা এবং ১৭,৯৯৯ টাকা।
Redmi Note 8 Pro এর সব থেকে বড় আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে কোয়াড ক্যামেরা। শাওমি আগেই জানিয়েছিলো এই ফোনে স্যামসাংয়ের ISOCELL Bright GW1 image Sensor ব্যবহার করা হবে, যা ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার থেকে ৩৮% বেশি পিক্সেল আনে। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭।
এই ফোনের অন্যান্য ক্যামেরা গুলি হলো ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরা ৯০এফপিএস আলট্রা স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। রেডমি নোট ৮ প্রো ফোনে ২০ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা আছে।
এছাড়াও এই ফোনে আছে কুইক চার্জও ৩.০ এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি । অন্যান্য ফিচার হল – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10 অপারেটিং সিস্টেম।