চীনা স্মার্টফোন কোম্পানি ভিভো কয়েক সপ্তাহ আগে থাইল্যান্ডে Vivo Y19 লঞ্চ করেছিল। এই ফোনটিকে কোম্পানি এবার ভারতীয় মার্কেটেও নিয়ে এলো। আপাতত ভিভো ওয়াই১৯ অফলাইন মার্কেটে পাওয়া যাবে। এই ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, ট্রিপল রিয়ার ক্যামেরা এবং হেলিও পি৬৫ প্রসেসর দেওয়া হয়েছে। আসুন Vivo Y19 এর দাম ও ফিচার জেনে নিই।
Vivo Y19 দাম :
আপাতত ভারতে ভিভো ওয়াই১৯ একটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। যদিও থাইল্যান্ডে ফোনটির ৬ জিবি ভ্যারিয়েন্টও লঞ্চ হয়েছিল। যদিও এই ভ্যারিয়েন্ট ভারতে আসবে কিনা এখনো জানা যায়নি।
Vivo Y19 স্পেসিফিকেশন :
ডিসপ্লে :
ভিভো ওয়াই ১৯ ফোনে ৬.৫৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশন ২৩৪০ X ১০৮০ পিক্সেল।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ :
এই ফোনে পাবেন মিডিয়াটেক হেলিও পি৬৫ প্রসেসর। আবার এতে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ পাবেন। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ক্যামেরা :
ফটোগ্রাফির ফোনের পিছনে তিনটি ক্যামেরা আছে। যার প্রাইমারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল, সেকেন্ডারি ক্যামেরা ৮ মেগাপিক্সেল এবং তৃতীয় ক্যামেরা ২ মেগাপিক্সেল। সেলফির জন্য এই ফোনে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি :
ভিভো ওয়াই১৯ এর প্রধান আকর্ষণ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এর সাথে ১৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।