অন্যতম বৃহৎ টেলিকম কোম্পানি ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া সম্মুখীন হল তাদের সর্বাধিক ক্ষতির। রিপোর্ট অনুসারে, এয়ারটেল এবং ভোডাফোন যৌথ ভাবে ৭৩,০০০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হয়েছে। শুক্রবার সকালে টুইটের মাধ্যমে এয়ারটেল জানিয়েছে যে তাদের এ বছরে ক্ষতির পরিমান ২৩,০৪৫ কোটি টাকা। যা আগের বছর লাভ ছিল আজ তা ক্ষতিতে পরিনত হয়েছে। এছাড়া ভোডাফোনও লোকসানের সম্মুখীন হয়েছে। তাদের লোকসানের পরিমান ৫০,৯২১ টাকা। বিগত কছু বছর ধরেই ভোডাফোন লোকসানে চলছে । তবে এই বছর তা বহু অংশে বেড়ে গিয়েছে বলে কোম্পানি জানিয়েছে। যার ফলে ভারতে ব্যবসা করা তাদের পক্ষে কঠিন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।