জনপ্রিয় সোশাল নেটওয়ার্কিং অ্যাপ টিক টক এবারে ই-কমার্স এর দুনিয়ায় পা রাখতে চলেছে। এই জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মটি এখন কিছু নতুন ফিচার টেস্ট করছে যাতে কনটেন্ট ক্রিয়েটাররা নিজের পোস্টে বিভিন্ন প্রোডাক্টের লিংক এবং ইকমার্স সাইটের লিংক শেয়ার করতে পারবেন। টিক টক ব্যবহারকারীরা যেকোনো ই-কমার্স সাইটে গিয়ে সেই প্রোডাক্টটির লিংক কপি করে সেটি তার টিকটক ভিডিওতে যুক্ত করতে পারবেন। এই নতুন ফিচারটি সর্বসাধারণের জন্য চালু করে দেওয়ার পরে তারা ফেসবুক এবং ইন্সটাগ্রামকে টক্কর দিতে পারবে। প্রসঙ্গত উল্লেখ্য ইনস্টাগ্রাম কিছুদিন আগে অনেকগুলি শপিং সংক্রান্ত ফিচার তাদের নিজস্ব অ্যাপে যুক্ত করেছিল। অ্যাপেলের অ্যাপস্টোর এবং গুগল প্লে স্টোরে সারাবিশ্বে টিক টক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১.৫ বিলিয়ান, যার মধ্যে ভারতেই ডাউনলোড হয়েছে ৬৬.৮ মিলিয়ন বার। এরকম অবস্থায় টিক টকে ই-কমার্স ওয়েবসাইটের লিংক শেয়ার করা গেলে তা যথেষ্ট জনপ্রিয় হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।