সম্প্রতি ভারতের সবথেকে বড় ত্রৈমাসিক ক্ষতির ঘটনার সম্মুখীন হয়েছে টেলিকম কোম্পানি ভোডাফোন আইডিয়া। অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ সংক্রান্ত সমস্যার দরুন ভোডাফোন আইডিয়ার উপর ৪৪,১৫০ কোটি টাকা ঋণের বোঝা আরোপ করে ভারতীয় সুপ্রিম কোর্ট। এই কোম্পানিকে লাইসেন্স ফি এর জন্য ২৭,৬০০ কোটি টাকা এবং স্পেক্ট্রাম ব্যবহারের চার্জের জন্য ১৬,৫০০ কোটি টাকা ঋণ বরাদ্দ করা হয়। কোম্পানি তরফ থেকে জানানো হয় যদি সরকার তাদের এই ঋণের বোঝা কিছুটা লাঘব করে অথবা তাদের কিছু সময় দেয় তবেই তারা এই ঋণ শোধ করতে পারবে। বহু জল্পনার পরে গতকাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ক্যাপ সিকিউরিটিজের তরফ থেকে জানানো হয়েছে এই রেভিনিউ সংক্রান্ত বিষয় নিয়ে ভোডাফোন এবং সরকারের আলোচনায় কিছুটা স্বস্তি পেতে পারে ভোডাফোন। তারা আশা করছে যে কিছুটা হলেও তাদের এই ঋণের বোঝা লাঘব হতে পারে এবং ভারত সরকার সুপ্রিম কোর্টের রায়ের বিপরীতে গিয়ে টেলিকম কোম্পানিগুলোকে কিছুটা সাহায্য করতে পারে