আপনি যদি ভোডাফোন অথবা এয়ারটেল ব্যবহারকারী হন তাহলে আগামী ১ লা ডিসেম্বর থেকে বেড়ে যেতে চলেছে আপনার মোবাইল ডেটা এবং কলের খরচ। মার্কেটে রিলায়েন্স জিওর আগমনের পর এই দুটি কোম্পানিকে জিও সঙ্গে পাল্লা দিতে গিয়ে তাদের ট্যারিফ রেট অনেকটা কমাতে হয়েছিল, যার ফলস্বরূপ তাদের বেশ ভালো রকম ক্ষতির সম্মুখীন হতে হয়। প্রসঙ্গত উল্লেখ্য ভোডাফোন এবং এয়ারটেল দুটি কোম্পানি এবছর অ্যাডজাস্টেড গ্রস রেভেনিউ বাবদ কয়েক কোটি টাকা জমা দেওয়ার আদেশ দেয় ভারতের সুপ্রিম কোর্ট। যার পরেই প্যাকেজের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় ভোডাফোন এবং এয়ারটেল কর্তৃপক্ষ। যদি এখনো অবধি ট্যারিফ প্ল্যানের বর্ধিত দাম আমরা জানতে পারিনি। আর কিছুদিনের মধ্যেই নতুন দাম টুইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে একটি বিবৃতিতে জানিয়েছেন এয়ারটেল এর কর্ণধার সুনীল মিত্তল।