জনপ্রিয় শর্ট ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক এবার আসতে চলেছে মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে। টিকটকের নির্মাতা কোম্পানি বাইট ডান্স টেকনোলজি লিমিটেড নিজেদের মিউজিক স্ট্রিমিং অ্যাপ নিয়ে আসতে চলেছে। এই অ্যাপটি প্রথমেই লঞ্চ করা হবে ভারত, ইন্দোনেশিয়া এবং ব্রাজিলে ও তারপরে লঞ্চ হবে আমেরিকায়। ইতিমধ্যেই টিকটক সোনি মিউজিক ইউনিভার্সাল মিউজিক এবং ওয়ার্নার মিউজিকের সঙ্গে কথা বলেছে তাদের ক্যাটালগের লাইসেন্স দেওয়ার জন্য। শুধুমাত্র গান ছাড়াও এই টিকটক মিউজিক অ্যাপে একটি জায়গা থাকবে যেখানে টিকটকের বিভিন্ন শর্ট ভিডিও ক্লিপ আপনারা দেখতে পাবেন। এখন অবধি বাইট ডান্স টেকনোলজির মিউজিক স্ট্রিমিং অ্যাপের নামটি কি হবে তা জানা যায়নি তবে মনে করা হচ্ছে এই অ্যাপের মাসিক খরচ ১০ মার্কিন ডলারে থেকেও কম হবে।