ট্রাই এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতে সেপ্টেম্বর মাসে টেলিফোন গ্রাহকের সংখ্যা ১,১৯৫.২৪ মিলিয়ন হয়ে দাঁড়িয়েছে যেখানে আগস্টে ছিল ১,১৯১.৮১ মিলিয়ন। অন্যদিকে এই মাসে ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেল প্রায় ৫ মিলিয়ন গ্রাহক সংখ্যা হারিয়েছে যেখানে রিলায়েন্স জিওতে নতুন প্রায় ৭ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। রিলায়েন্স জিও ছাড়া রাজ্য শাসিত টেলিকম কোম্পানি বি এস এন এল ও নিজের সাবস্ক্রাইবার সংখ্যা দাঁড়িয়েছে তবে অনেক কম সংখ্যায়। এই নতুন ৭ মিলিয়ন ব্যবহারকারী যুক্ত হওয়ায় রিলায়েন্স জিওর সাবস্ক্রাইবার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ মিলিয়ন। এছাড়াও, বিশেষজ্ঞদের মতে অক্টোবর মাসে রিলায়েন্স জিও মাত্র ৬৯৯ টাকার বিনিময়ে জিও ফোন দেওয়া শুরু করে যার পরেই সাবস্ক্রাইবার সংখ্যা আরো বেড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেলের পাশাপাশি আগামী মাস থেকে রিলায়েন্স জিও এবং বি এস এন এল ও নিজেদের ট্যারিফ প্ল্যানের মূল্য বৃদ্ধি করতে চলেছে।