দীর্ঘদিন ধরে চেষ্টা করার পরেও ফেসবুক নিজের অ্যাপে রিভেঞ্জ পর্ন বন্ধ এবং সেগুলিকে ফেসবুক থেকে সরাতে ব্যর্থ হয়েছে। একটি নামকরা নিউজ মিডিয়ার রিপোর্ট থেকে জানা গেছে একাধারে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের অধিকর্তা ফেসবুকের কাছে প্রতিমাসে প্রায় ৫ লক্ষ রিভেঞ্জ পর্নের রিপোর্ট আসে। একে বন্ধ করার জন্য ফেসবুক এই বছরই একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টুল লঞ্চ করেছিল যা ব্যবহারকারীদের রিপোর্ট করার আগেই রিভেঞ্জ পর্নকে সনাক্ত করতে পারে। এছাড়াও ২০১৭ তে আনা হয়েছিল পাইলট প্রোগ্রাম কিন্তু তার পরেও রিভেঞ্জ পর্ন ফেসবুক থেকে বন্ধ করা সম্ভব হয়নি। ফেসবুকে তরফ থেকে রাধা প্লাম্ব মিডিয়াকে জানিয়েছেন , রিভেঞ্জ পর্ন কে বন্ধ করার জন্য তারা ২৫ জনের একটি টিম গঠন করেছেন যেটি অন্তরঙ্গ এবং অ-সম্মতিসূচক ছবিকে শনাক্ত করে এবং সেগুলিকে ফেসবুকে আপলোড করতে বাধা দেয়।