প্লে স্টোর থেকে অ্যাপ সরিয়ে নেওয়া গুগলের কাছে কোনো নতুন ব্যাপার নয়। সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে আরো একটি অ্যাপ সরিয়ে নিল যেটি অ্যান্টি-ইন্ডিয়া অ্যাপ হিসেবে পরিচিতি অর্জন করেছিল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং এর উদ্যোগেই এরকম পদক্ষেপ গ্রহণ গুগলের বলে জানা গিয়েছে। অ্যাপটির ডেভেলপার হল ‘ICETECH’ যারা এই অ্যাপটির মাধ্যমে সাধারণ মানুষকে ‘Punjab Referendrum 2020 Khalistan’ রেজিস্টার করার জন্য আবেদন জানাচ্ছিল। একটি ওয়েবসাইটও তৈরি করা হয়েছিল একই কারণে যার অ্যাড্রেস www.yes2khalistan.org । এই কারণে পাঞ্জাবের সাইবারক্রাইম ব্যুরো গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি কে সরিয়ে নেবার সাথে সাথে ওয়েবসাইটটিকেও ব্লক করে দেয়।