বিশ্বের জনপ্রিয় টেক কোম্পানি Anker ভারতে তাদের প্রথম ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং প্যাড লঞ্চ করলো। নতুন এই প্রোডাক্টটি ফাস্ট চার্জার মোডের সাথে এসেছে, যার দ্বারা ডিভাইসকে দ্বিগুন তাড়াতাড়ি চার্জ করা যাবে। এই কেবল কালো রঙে পাওয়া যাবে। ভারতে ওয়্যারলেস চার্জিং প্যাডের দাম ৩,৪৯৯ টাকা।
এটি একটি Qi-certified প্রোডাক্ট, যার ফলে বেশিরভাগ ডিভাইসে এটি সাপোর্ট করবে। কোম্পানি নতুন এই প্রোডাক্টের সাথে ১৮ মাস ওয়ারেন্টি দেওয়া হবে। এরসাথে ৩ ফুটের মাইক্রো ইউএসবি কেবল দেওয়া হয়েছে। এর সাথে বেশ কয়েকটি এলইডি যুক্ত, যার দ্বারা ডিভাইস ও চার্জিং স্ট্যাটাস জানা যাবে।