গতি কম হয়ে যাবার কারণে চন্দ্রযান ২ এর বিক্রম ল্যান্ডার তার নির্ধারিত জায়গা থেকে ৫০০ মিটারের মধ্যেই হার্ড ল্যান্ড করেছে, সরকারের তরফ থেকে বৃহস্পতিবার এমনই জানানো হলো দেশবাসীর উদ্দেশ্যে। একটি লেখা বিবৃতিতে প্রধানমন্ত্রীর অফিসের মিনিস্টার অফ স্টেট জিতেন্দ্র সিং লোকসভায় জানান, চন্দ্রযান ২ এর প্রথম পর্যায়টি ভালোভাবেই কিন্তু দ্বিতীয় পর্যায় চন্দ্রযান-এর গতি স্বাভাবিকের থেকে বেশি বেড়ে যায় তার ফলেই চন্দ্রযান ২ তার নিজের জায়গা থেকে ৫০০ এর পরিধির মধ্যে কোন এক জায়গায় গিয়ে হার্ডল্যান্ড হয়।
যদিও তিনি জানিয়েছেন যে তাদের আশা এখনি শেষ হয়ে যায়নি। চন্দ্রযান-এর অরবিটার এবং সবকটি বৈজ্ঞানিক যন্ত্র ঠিকভাবে কাজ করছে এবং মূল্যবান ডেটা তাদের কাছে পাঠিয়ে চলেছে। এর পাশাপাশি চন্দ্রযান কে ঠিকভাবে কাজ করানোর জন্য ইসরোর বিজ্ঞানীরা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।