চীনা স্মার্টফোন কোম্পানি ইনফিনিক্স আজ তাদের নতুন ফোন S5 Lite কে আজ দ্বিতীয়বার সেলের জন্য উপলব্ধ করলো। এটি কোম্পানি সবচেয়ে কমদামী পাঞ্চ হোল ডিসপ্লের ফোন। এই সেল রাত ৮ টায় ফ্লিপকার্টে শুরু হবে। এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা, ৬.৬ ইঞ্চি সুপার সিনেমা ডিসপ্লে এবং পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন দেওয়া হয়েছে। লঞ্চ অফার হিসাবে এই ফোনের সাথে ব্যাঙ্ক অফার, নো কস্ট এমএমআই অফার পাওয়া যাবে।
Infinix S5 Lite দাম ও অফার:
ভারতে ইনফিনিক্স এস৫ লাইট এর দাম রাখা হয়েছে ৭,৯৯৯ টাকা। এই দাম ফোনটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের। লঞ্চ অফার হিসাবে HDFC ব্যাঙ্ক ডেবিট ও ক্রেডিট কার্ড গ্রাহকরা ১০ শতাংশ ছাড় পাবে। আবার ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ড গ্রাহকদের ৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়াও নো কস্ট ইএমআই এ ৬৭৪ টাকা প্রতিমাসে দিয়ে ও ফোনটি কেনা যাবে ।
Infinix S5 Lite ফিচার :
ডিসপ্লে :
আগেই বলেছি এই ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। যেটা আমরা ১০,০০০ টাকার কমের ফোনে খুব একটা দেখতে পাইনা। ফোনটির ডিসপ্লে সাইজ ৬.৬ ইঞ্চি। এইচডি প্লাস এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০.৫ শতাংশ ।
প্রসেসর, র্যাম ও স্টোরেজ :
এই ফোনে আপনি পাবেন মিডিয়াটেক হেলিও পি২২ প্রসেসর। র্যাম ও স্টোরেজের কথা বললে এতে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ আছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
সফ্টওয়্যার ও সিকিউরিটি :
ইনফিনিক্স এস৫ লাইট ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও আছে ফেস আনলক ফিচার। অপারেটিং সিস্টেম হিসেবে এই ফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৯ পাই বেসড XOS 5.5 ।
ক্যামেরা :
ফোটোগ্রাফির জন্য এই ফোনের পিছনে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। যার প্রাইমারি সেন্সর ১৬ মেগাপিক্সেল। এছাড়াও আছে ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও লো লাইট সেন্সর। সেলফির জন্য সামনে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে।
ব্যাটারি :
ইনফিনিক্স এস৫ লাইট ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।