চীনা স্মার্টফোন কোম্পানি নতুন একটি ফোনের উপর কাজ শুরু করছে, যেখানে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। নতুন এই পেটেণ্ট দেখে মনে হচ্ছে এই ফোনটি ডুয়েল ডিসপ্লের ফোন হবে। এরসাথে ফোনটি আলট্রা স্লিম বেজেল ডিজাইনের সাথে আসতে পারে। এর আগে আমরা ডুয়েল ডিসপ্লের সাথে Vivo NEX কে দেখেছিলাম, যদিও শাওমির ফোনটির ডিজাইন এই ফোনের থেকে সম্পূর্ণ আলাদা।
এছাড়াও পেটেন্ট দেখে মনে হচ্ছে এই ফোনে কোনো সেলফি ক্যামেরা থাকবেনা। অর্থাৎ রিয়ার ক্যামেরা দুটি ভূমিকা পালন করবে। শাওমির এই পেটেন্টটি সবেমাত্র অনুমতি পেয়েছে, হয়তো আগামী বছরের শেষে এই ফোনটি বাজারে আসতে পারে।