একথা বলতে দ্বিধা নেই যে হোয়াটসঅ্যাপে ফটো, ইমোজি এর পর স্টিকার চ্যাটিং এর মজাকে দ্বিগুন করেছে। শুরুতে স্টিকারের সংখ্যা সীমিত থাকলেও এখন হোয়াটসঅ্যাপে বিভিন্ন ক্যাটাগরির স্টিকার উপলব্ধ। তবে এগুলো এতদিন অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের জন্য ছিল। তবে এবার হোয়াটসঅ্যাপ ওয়েব এও এই ফিচারের সুবিধা পাওয়া যাবে।
WABetaInfo এর রিপোর্ট অনুযায়ী, হোয়াটসঅ্যাপ এবার তাদের হোয়াটসঅ্যাপ ওয়েবের জন্য স্টিকার ফিচার এনাবেল করে দিয়েছে। এখন থেকে যারা কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা একটি বা গ্রুপ স্টিকার ব্যবহার করতে পারবেন। তবে একসাথে দুটো স্টিকার পাঠালে (গ্রুপ স্টিকার ) উপর নীচের বদলে পাশাপাশি স্ক্রিনে দেখা যাবে। যেমনটা স্মার্টফোনেও আমরা দেখে থাকি। এরফলে চ্যাট উইন্ডোর জায়গা অনেক বেঁচে যাবে।