চলতি ওয়ার্ল্ড ৫জি কনফারেন্সে শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার লি জুন জানালেন যে শাওমি তাদের নিজস্ব ৫জি ফ্যাক্টরি আর কিছু দিনের মধ্যেই শুরু করতে চলেছে যেখানে তারা উন্নত ৫জি ফ্ল্যাগশিপ স্মার্টফোন তৈরি করবে। এই ফ্যাক্টরিটি তৈরি হবে বেইজিংয়ের ইকোনমিক অ্যান্ড টেকনোলজিক ডেভলপমেন্ট জোনে এবং আশা করা হচ্ছে আগামী ডিসেম্বরেই এই ফ্যাক্টরিতে কাজ শুরু হয়ে যাবে।
শাওমি আগামী ২০২০-র মধ্যে অন্তত ১০টি নতুন ফাইভ জি স্মার্টফোন মার্কেটে আনতে চলেছে যেগুলি লো থেকে হাই সমস্ত রেঞ্জের মধ্যেই থাকবে এবং যেগুলি তৈরি হবে ওই ফ্যাক্টরিতে। শাওমির সিইও আরও জানিয়েছেন যে শাওমির ২৮৫ মার্কিন ডলারের বেশি দামের সমস্ত স্মার্টফোনই এবার থেকে ৫জি কানেক্টিভিটি নিয়ে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য ইতিমধ্যেই কোম্পানিটি AloT সার্ভিস ব্যবহার করার জন্য ৫জি+AloT স্ট্র্যাটেজি লঞ্চ করেছে।