পেগাসাস জালিয়াতির পরে এবার হোয়াটসঅ্যাপে একটি নতুন দুর্বলতা দেখা গিয়েছে যার মাধ্যমে জালিয়াতরা শুধুমাত্র একটি ভিডিও ফাইল পাঠানোর মাধ্যমে সেই ব্যক্তির মোবাইল ফোনের সমস্ত ডাটা চুরি করে নিতে পারছে। তাই এই ধরনের জালিয়াতির ব্যাপারে মানুষকে সতর্ক করতে ফেসবুক অধিকৃত এই মেসেজিং প্ল্যাটফর্মটি একটি নতুন সিকিউরিটি ওয়ার্নিং নিয়ে এসেছে। আক্রান্ত ব্যক্তি শুধুমাত্র তার হোয়াটসঅ্যাপে একটি ভাইরাস পূর্ণ ভিডিও ফাইল পাবেন যেটি ডাউনলোড করা মাত্রই তার ফোনের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারদের কাছে চলে যাবে।
এই সময় কিভাবে যাচাই করবেন যে আপনি সুরক্ষিত আছেন কিনা-
যাচাই করার জন্য আপনাকে আপনার হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে। যদি আপনি আইওএস ব্যবহারকারী হন তাহলে আপডেট করতে হবে ন্যূনতম ভার্সন ২.১৯.১০০ তে। এবং যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে আপডেট করতে হবে ন্যূনতম ২.১৯.২৭৪ ভার্সনে। এগুলির আগের ভার্সনের হোয়াটসঅ্যাপ হলে আপনিও এই জালিয়াতির শিকার হতে পারেন।