একমাস আগেই শাওমি তাদের রেডমি সিরিজের দুটি ফোন Xiaomi Redmi Note 8 এবং Note 8 Pro ভারতে লঞ্চ করেছিল। এই সিরিজের প্রধান আকর্ষণ ছিল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। এই সিরিজ এবার বিক্রির নতুন রেকর্ড গড়লো। আজ শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন টুইট করে জানিয়েছেন, শাওমি রেডমি নোট ৮ সিরিজ একমাসের মধ্যে ১০ লক্ষের বেশি বিক্রি হয়েছে। এর আগে রেডমি সিরিজের কোনো ফোন এতো কম সময়ে ১০ লক্ষ ইউনিট বিক্রি হয়নি। নতুন এই রেকর্ডে রেডমির প্রতিপক্ষ স্যামসাং, ভিভো ও রিয়েলমি যে চাপে পড়বে তা আর বলে দেওয়ার দরকার নেই।
প্রসঙ্গত রেডমি নোট ৮ এবং নোট ৮ প্রো গত অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। যার প্রথম সেল অনুষ্ঠিত হয়েছিল ২১ অক্টোবর। সেলে উপলব্ধ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই ফোন দুটি আউট অফ স্টক হয়ে যায়। আগামী কাল রেডমি নোট ৮ প্রো এর ফের সেল অনুষ্ঠিত হবে। ভারতে এই ফোনের দাম শুরু হয়েছে ১৪,৯৯৯ টাকা থেকে। আবার রেডমি নোট ৮ এর প্রাথমিক দাম ৯,৯৯৯ টাকা।
BOOM 🔥 1 Month, 1 Million!
Delighted to share: 1M+ units of #RedmiNote8Pro & #RedmiNote8 sold in 1 Month! 🚀#RedmiNote: most loved phone series in #India! 😍
📸 World's 1st #64MP Quad #Camera
📱 World's 1st super fast #G90T processor
🔵 India's 1st #Alexa phone#Xiaomi ❤️ pic.twitter.com/Od5LMkBqXO— Manu Kumar Jain (@manukumarjain) November 26, 2019
Xiaomi Redmi Note 8 স্পেসিফিকেশন, ফিচার :
রেডমি নোট ৮ ফোনটি বড় ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সঙ্গে লঞ্চ হয়েছে। যার আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং স্ক্রিন টু বডি রেশিও ৯০% । ডিসপ্লের সামনে ও পিছনে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রটেকশনে রয়েছে। প্রসেসর এর কথা বললে এতে পাবেন কোয়ালকম স্নাপড্রাগণ ৬৬৫ প্রসেসর, যা আমরা Mi A3 তে দেখেছিলাম। এছাড়াও আছে অ্যাড্রেনো ৬৪০ জিপিইউ।
আগেই বলেছি ফোনটি চারটি রিয়ার ক্যামেরা সঙ্গে এসেছে। যার প্রাইমারি সেনসর সনি আইএমএক্স ৫৮৬ এর সঙ্গে ৪৮ মেগাপিক্সেল। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭৫। অন্যান্য ক্যামেরা গুলি হল ৮ মেগাপিক্সেলের ১২০ ডিগ্ৰী wide-angle সেন্সর, ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য এই ফোনে এফ/২.০ অ্যাপারচারের সাথে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।
শাওমি রেডমি নোট ৮ ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারির সাথে লাঞ্চ হয়েছে। যার সাথে ১৮ওয়াট চার্জার সাপোর্ট করবে। কানেকটিভিটির জন্য এই ফোনে পাবেন ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫এমএম হেডফোন জ্যাক, ফোরজি ভোল্টি ও ওয়াইফাই।
Redmi Note 8 Pro স্পেসিফিকেশন :
Redmi Note 8 Pro এর সব থেকে বড় আকর্ষণ ৬৪ মেগাপিক্সেল সেন্সরের সাথে কোয়াড ক্যামেরা। শাওমি আগেই জানিয়েছিলো এই ফোনে স্যামসাংয়ের ISOCELL Bright GW1 image Sensor ব্যবহার করা হবে, যা ৪৮ মেগাপিক্সেল ক্যামেরার থেকে ৩৮% বেশি পিক্সেল আনে। প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার এফ/১.৭।
এই ফোনের অন্যান্য ক্যামেরা গুলি হলো ৮ মেগাপিক্সেল ১২০ ডিগ্রি আলট্রা ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর। রিয়ার ক্যামেরা ৯০এফপিএস আলট্রা স্লো মোশন ভিডিও সাপোর্ট করে। রেডমি নোট ৮ প্রো ফোনে ২০ মেগাপিক্সেল AI সেলফি ক্যামেরা আছে।
এছাড়াও এই ফোনে আছে কুইক চার্জও ৩.০ এর সাথে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি । অন্যান্য ফিচার হল – ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ইউএসবি টাইপ সি পোর্ট, অ্যান্ড্রয়েড পাই বেসড MIUI 10 অপারেটিং সিস্টেম।
Xiaomi Redmi Note 8