অন্যান্য অ্যাপগুলির মত এবার ফেসবুক নিয়ে আসতে চলেছে ডার্ক মোড ফিচার। হোয়াটসঅ্যাপের আগে তার অধিকর্তা কোম্পানি ফেসবুক নিয়ে আসছে এই ফিচারটি। ইতিমধ্যেই বহু ফেসবুক ব্যবহারকারী তাদের অ্যাপ এ এই ডার্ক মোড দেখতে শুরু করে দিয়েছেন। অ্যান্ড্রয়েড পুলিসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে এই ডার্ক মোড চিরস্থায়ী হচ্ছে না আপাতত। অনেকের ফোনের ফেসবুক অ্যাপ এ এই ফিচারটি দেখা গেলেও আবার কিছুক্ষণের মধ্যেই চলে যাচ্ছে। ফেসবুক খুব কম সংখ্যক মানুষের ডিভাইসেই এই ডার্ক মোড টেস্ট করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, এই ডার্ক মোড প্রথমবার দেখা গিয়েছিল গত বছর প্রকাশিত হওয়া ফেসবুক অ্যাপ এর ডিজাইনে। এখন এই আপডেটটি ফেসবুকের অ্যান্ড্রয়েড, আইওএস, এবং ডেস্কটপ ভার্সনের জন্য নিয়ে আসা হচ্ছে। যদিও সবাই এখনও এই আপডেটটি পাননি।