হোয়াটসঅ্যাপের মত প্ল্যাটফর্মে ভুয়ো ম্যাসেজকে ট্রেস করে সেগুলিকে বন্ধ করার জন্য ভারত সরকার সদা তৎপর। এই কারণেই তারা ইনফরমেশন টেকনোলজি রুলস বা আইটি অ্যাক্ট ২০০০ এ কিছু বিশেষ পরিবর্তন আনতে চলেছে বলে লোকসভায় ঘোষণা করলেন ইলেকট্রনিক্স এবং আইটি দপ্তরের মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কাজটি করার দায়িত্বে থাকবে ভারত সরকারের ইলেকট্রনিক্স এবং আইটি দপ্তর বা MeitY। একটি অন্য প্রশ্নের উত্তরে বিচারক বিএন শ্রীকৃষ্ণার তত্ত্বাবধানে থাকা কমিটি MeitY প্রস্তাব দিয়েছে যেন ব্যক্তিগত তথ্যকে তিনটি ভাগে ভাগ করা হয়- পার্সোনাল ডেটা, সেন্সিটিভ পার্সোনাল ডেটা, এবং ক্রিটিক্যাল পার্সোনাল ডেটা।
তারা একটি বিবৃতিতে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার কোন প্রয়োজন নেই। এছাড়াও তারা সংসদে একটি পার্সোনাল ডেটা প্রোটেকশন বিলও নিয়ে আসতে চলেছে, যার মাধ্যমে ফিশিং, নেটওয়ার্ক স্ক্যানিং এবং প্রোবিং এর মত সাইবার ক্রাইম এবং ওয়েবসাইট হ্যাকিং এর ঘটনা কমানো সম্ভব হবে।