সম্প্রতি লঞ্চ হয়ে গেল অনারের হেলথ অ্যান্ড ওয়েলনেস ট্র্যাকার Magic Watch 2। এই নতুন স্মার্টওয়াচটি লঞ্চ করা হলো চীনে একটি বিশেষ অনুষ্ঠানে অনার এর নতুন দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন V30 এবং V30 PRO এর সঙ্গে। আসুন দেখে নিই এই ঘড়িটির ফিচার এবং দাম ।
ফিচার –
মার্কেটের এই নতুন স্মার্টওয়াচটি তৈরি করা হয়েছে 361L স্টেনলেস স্টিলের মাধ্যমে এবং এটি দুটি সাইজে পাওয়া যাচ্ছে- ৪২ মিলিমিটার এবং ৪৬ মিলিমিটার। ছোট মডেলটিতে আছে এমোলেড ডিসপ্লে এবং বড় মডেলটিতে সাধারণ ডিসপ্লে। হুআওয়েই এর GT 2 স্মার্টওয়াচটির মত এই ঘড়িতেও ব্যবহার করা হয়েছে কিরিনের এ২ চিপসেট, রয়েছে ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ঘড়িটিকে একবার চার্জ করলে একটানা ১৪ দিন অবধি চলবে।
দাম-
আগামী ১২ ই ডিসেম্বর থেকে এই স্মার্টওয়াচটির বিক্রি শুরু হবে এবং এটির দাম শুরু হচ্ছে ১০৯৯ আরএমবি থেকে যা ভারতীয় মুদ্রায় ১১,২০০ টাকার সমান।