আগামী ডিসেম্বরে ভারতী এয়ারটেল নিয়ে আসতে চলেছে ভয়েস ওভার ওয়াইফাই বা VoWiFi কলিং ব্যবস্থা শুধুমাত্র এয়ারটেল ব্যবহারকারীদের জন্য। ইতিমধ্যেই কমার্শিয়াল লঞ্চের আগে এয়ারটেলের কর্মচারী এবং কয়েকজন বিশেষ গ্রাহকদের মধ্যে এই ফিচারটির টেস্টিং শুরু হয়ে গেছে। এই ফিচারটি এয়ারটেলকে মার্কেটের বড় বড় ওটিটি সার্ভিস প্রোভাইডার যেমন হোয়াটসঅ্যাপের সঙ্গেও প্রতিযোগিতার সুযোগ করে দেবে। এই ফিচারটি চালু করার জন্য আপনার ওয়াইফাই কলিং সাপোর্ট যুক্ত স্মার্টফোন থাকা অত্যন্ত প্রয়োজন। ফিচারটি চালু হয়ে গেলে এয়ারটেল হবে ভারতের প্রথম টেলিকম কোম্পানি যারা এই ফিচারটি চালু করছে।
এর জন্য অন্য কোন অ্যাপ আপনাদের ইনস্টল করতে হবে না অথবা আলাদা করে কোথাও লগইন করতে হবে না। আপনাদের শুধুমাত্র একটি ওয়াইফাই কানেকশন প্রয়োজন হবে কল করার জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপল, স্যামসাং, শাওমি এবং ওয়ানপ্লাস ইতিমধ্যেই এই ফিচারটি চালু করার জন্য প্রয়োজনীয় আপডেট রোল আউট করা শুরু করেছে।