সাইবার সিকিউরিটি ফার্ম ক্যাসপারস্কাই ল্যাবসের একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এবার ব্রাউজার নোটিফিকেশনের মাধ্যমেও ইন্টারনেট ব্যবহারকারীদের জালিয়াতির শিকার বানানো শুরু করেছে জালিয়াতরা। এই কাজে ব্যবহার করা হচ্ছে ব্রাউজার পুশ নোটিফিকেশনকে। এগুলি হল ভাইরাসপূর্ণ ওয়েবসাইটের নোটিফিকেশন যেগুলি ইন্টারনেট ব্রাউজারের স্ক্রিনের উপরে পপ আপ হতে থাকে। এই নোটিফিকেশন অ্যালাউ করলে আপনাদের মোবাইলে বিভিন্ন ওয়েবসাইট থেকে নোটিফিকেশন আসতে থাকে। এই নোটিফিকেশনগুলি ব্যবহার করে জালিয়াতরা আপনার ফোনে ফিশিং অ্যাটাকের মত জালিয়াতি করতে পারে।
ক্যাসপারস্কাই ল্যাবসের রিপোর্ট অনুযায়ী, ২০১৭-র জানুয়ারি মাসে এই নোটিফিকেশনের মাধ্যমে প্রায় ১৭.২ লক্ষ মানুষের ফোন টার্গেট করা হয়েছিল যার সংখ্যা সেপ্টেম্বর ২০১৯ এ বেড়ে দাঁড়ায় ৫৫.৪ লক্ষ। এই ধরনের স্ক্যামের থেকে নিজেকে বাঁচানোর জন্য ইন্টারনেট ব্যবহার করার সময় আপনাকে নিজেকে সতর্ক থাকতে হবে। কখনোই কোন ভাইরাসপূর্ণ বা সন্দেহজনক ওয়েবসাইটের নোটিফিকেশন অ্যালাউ করবেন না বা এরকম কোন ওয়েবসাইটে লগইন করে রাখবেন না কখনও।