চীনের স্মার্টফোন ব্র্যান্ড শাওমি এবার নিয়ে এলো একটি অদ্ভুত পাওয়ার ব্যাংক। এই পাওয়ার ব্যাংকটি ফোন চার্জ করার সাথে সাথে শীতকালে আপনার হাত গরম রাখার কাজও করবে। শাওমির নতুন পাওয়ার ব্যাংকটি ৫২৹ সেন্টিগ্রেড উষ্ণতায় ডুয়াল সাইড হিটিং দিতে পারে। এই পাওয়ার ব্যাংকের পুরো বডি অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যার ফলে এই পাওয়ার ব্যাংক খুব তাড়াতাড়ি গরম হতে পারে, এবং এর সঙ্গেই সঙ্গে পাওয়ার ব্যাংকে দেওয়া রয়েছে ফায়ার রেসিস্টেন্ট ABS টেকনোলজি যার ফলে আগুন লাগার ভয় থাকবে না।
এই পাওয়ার ব্যাংকে দুটি বাটন আছে যার বাঁদিকের বাটন চাপলে পাওয়ার ব্যাংকের কাজ শুরু হয় এবং ডান দিকের বাটন চাপলে হ্যান্ড ওয়ার্মারের। মাত্র ৫ সেকেন্ডে এই পাওয়ার ব্যাংকটি ৫২৹ অবধি উষ্ণতা তুলতে পারে। এই পাওয়ার ব্যাংকে আপনারা পাচ্ছেন ৫,০০০ এমএএইচের ব্যাটারি এবং এই পাওয়ার ব্যাংকটির দাম ১৩৮ ইউয়ান যা ভারতীয় মুদ্রায় ১,৪০০ টাকার কাছাকাছি।