সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল এবার খরচ কমানোর পরিকল্পনা নেওয়া শুরু করেছে। আর্থিক অবস্থা খারাপ থাকার জন্য বিএসএনএল ঘোষণা করেছে যে, তারা এবার থেকে বিশেষ কিছু কাজের জন্য কন্ট্রাক্টরদের সাহায্য নেবে স্থায়ী কর্মীদের বদলে। এছাড়াও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ রাজ্যসভায় জানিয়েছেন হাউসকিপিং সিকিউরিটি এবং রিপেয়ারিংয়ের কাজেও এবার থেকে স্থায়ী কর্মী ছাঁটাই করে খরচ কমাতে চলেছে বিএসএনএল।
এই খরচের পরিমাণ কমাতে কন্টাক্ট ওয়ার্কারদের ৩০% ছাঁটাই করার সিদ্ধান্ত নিতে চলেছে বিএসএনএল। প্রসঙ্গত উল্লেখ্য, গতবছর বিএসএনএল তার খরচ কমাতে প্রায় ২,৫০০ কর্মীকে ছাঁটাই করেছিল।