রিলায়েন্স জিও ইতিমধ্যেই ঘোষণা করেছে যে, তাদের প্ল্যানের দাম ৬ ডিসেম্বর থেকে বাড়বে। তার আগে কোম্পানি গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এলো। এই অফারে গ্রাহকরা পুরানো দামেই ৩৩৬ দিনের ভ্যালিডিটি পাবে। অর্থাৎ আপনি প্রায় একবছর পুরানো মূল্যেই জিও পরিষেবা পেয়ে যাবেন। আসুন এই অফার সম্পর্কে জানি।
এই অফারে জিও গ্রাহকদের ৪৪৪ টাকার প্ল্যানটি পরপর চার বার রিচার্জ করতে হবে (পুরো মূল্য হবে ১,৭৭৬ টাকা )। চার বার রিচার্জ করলে মোট ভ্যালিডিটি হবে ৩৩৬ দিন। এখানে FUP ১,০০০ মিনিট FUP লিমিটের সাথে আনলিমিটেড কলিং ও ডেটা দেওয়া হবে। তবে মনে রাখবেন এই সুযোগ ৬ ডিসেম্বরের আগে পর্যন্ত পাওয়া যাবে।
জিও-র ৪৪৪ টাকার প্ল্যানের সুবিধা :
জিও ৪৪৪ প্ল্যানটি অল ইন ওয়ান প্যাকের মধ্যে এসেছে। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এখানে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা পাবে। অর্থাৎ ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে। এছাড়াও জিও থেকে জিও আনলিমিটেড এবং ১,০০০ মিনিট অন্য নেটওয়ার্কে কল করার জন্য দেওয়া হবে। এছাড়াও মিলবে রোজ ১০০ এসএমএস। মনে রাখবেন ১,০০০ মিনিট শেষ হয়ে গেলে ১০ টাকা, ২০ টাকার আইইউসি প্যাক রিচার্জ করতে হবে।