আমেরিকার কোম্পানি Carro নিয়ে এসেছে তাদের নতুন স্মার্ট ফ্যান Carro Smart Ceiling Fan। এই পাখাটির বিশেষত্ব হল ব্যবহারকারীরা এটিকে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যামাজন অ্যালেক্সা ব্যবহার করে একটি কমেন্টের মাধ্যমে চালু অথবা বন্ধ করতে পারবেন। তাহলে আসুন জেনে নিই পাখাটির দাম, ডিজাইন এবং ফিচার।
ডিজাইন এবং ফিচার-
পাখাটির সাইজ ৪০ ইঞ্চি এবং এতে তিনটি এয়ারফয়েল ব্লেড রয়েছে যেগুলি এবিএস প্লাস্টিক দিয়ে তৈরি। পাখাটিতে রয়েছে ১০ স্পিড রিভার্সিবল মোটর যেটি ৬০ থেকে ২২০ আরপিএম পর্যন্ত পাওয়ার জেনারেট করতে পারে। দেওয়া হয়েছে পাঁচটি বাটন যুক্ত রিমোট যার মাধ্যমে আপনি পাখাটিকে অপারেট করতে পারবেন এছাড়াও কানেক্টিভিটির মধ্যে ওয়াইফাই সাপোর্ট রয়েছে যার মাধ্যমে আপনি বসে বসে পাখাটি চালাতে পারবেন।
দাম-
এই নতুন স্মার্টফ্যানটির দাম রাখা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৩৫,৭৭৮ টাকার কাছাকাছি। ভারতে লঞ্চের ব্যাপারে এখনও কোন তথ্য পাওয়া যায়নি তবে মনে করা হচ্ছে ২০২০-র শেষ অবধি পাখাটি ভারতীয় মার্কেটে চলে আসবে।