দৈনন্দিন জীবনে মানুষের সবচেয়ে দরকারি জিনিসগুলোর একটি হলো মোবাইল ফোন। কিন্তু আপনি কি জানেন মোবাইলের ব্যবহার সর্বপ্রথম কবে হয়েছিল? এটি দেখতে কেমন ছিল এবং এর ওজন কত ছিল? আজ থেকে প্রায় ৪০ বছর আগে ৩ এপ্রিল ১৯৭৩ সালে প্রথম মোবাইল ব্যবহার করেছিলেন মটোরোলার প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট এবং ডিভিশন ম্যানেজার মার্টিন কুপার।
ওই সময় নিউ ইয়র্কের হিলটন হোটেলে বিশ্বের প্রথম মোবাইল ফোনে কথা বলে কুপার সবাইকে অবাক করে দিয়েছিলেন। এই ফোনের নাম ছিল মটোরোলা ‘ডায়ানা টিএসি’। কুপার ডায়ানা টিএসি এর মাধ্যমে প্রথবার বেল ল্যাবসের গবেষণার প্রধানকে কল করেছিলেন এবং তখন থেকেই যোগাযোগ ব্যবস্থার বিপ্লব শুরু হয়েছিল।
মটোরোলা ডায়ানা টিএসি লম্বায় ছিল ১০ ইঞ্চি এবং ওজন এক কেজি। ফোনের ব্যাটারিটি কেবল ২০ মিনিটের জন্য স্থায়ী হয়েছিল। প্রাক্তন নৌসৈনিক ও ইঞ্জিনিয়ার কুপার ১৯৫২ সালে মটোরোলা সংস্থায় যোগদান করেছিলেন। আজকের দিনে মোবাইল ফোন এতো উন্নতি করেছে যে েকে মিনি কম্পিউটার হিসাবে ব্যবহার হয়।