গ্রাহকদের সুবিধার্থে একের পর এক প্ল্যান পরিবর্তন বা নতুন প্ল্যান আনছে এয়ারটেল। গতকালই তারা ঘোষণা করেছিল আগামীকাল অর্থাৎ আজ থেকে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাবে গ্রাহকরা। এর ঠিক পরেই নতুন তিনটি প্ল্যান নিয়ে এসেছে কোম্পানি। আগে যেখানে ২৮ দিনের জন্য আনলিমিটেড ডেটা ও ভয়েস কলের জন্য এয়ারটেল গ্রাহকদের ২৪৮ টাকা রিচার্জ করতে হতো, সেখানে ২১৯ টাকাতেই এই সুবিধা পাবে গ্রাহকরা। আসুন এই নতুন তিনটি প্ল্যান সম্পর্কে জানি।
Announcing the launch of three new unlimited plans from tomorrow, for our prepaid users. pic.twitter.com/eygsOoJc6Z
— airtel India (@airtelindia) December 6, 2019
এয়ারটেল ২১৯ টাকার প্ল্যান :
এয়ারটেলের এই নতুন প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। এখানে গ্রাহকরা সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাবে। এছাড়াও পাওয়া যাবে রোজ ১ জিবি ডেটা ও ১০০ এসএমএস। আবার কোম্পানি এয়ারটেল থ্যাংকস বেনিফিট হিসাবে ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড Wynk মিউজিক ও এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপের্ সুবিধা দেবে।
এয়ারটেল ৩৯৯ টাকার প্ল্যান :
এয়ারটেলের ৩৯৯ টাকার প্ল্যানে ৫৬ দিন ভ্যালিডিটি পাবে গ্রাহকরা। এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন ১.৫ জিবি ডেটা ও ১০০ এসএমএস অফার করছে। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আবার কোম্পানি এয়ারটেল থ্যাংকস বেনিফিট হিসাবে ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড Wynk মিউজিক ও এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ প্রিমিয়ামের সুবিধা দেবে।
এয়ারটেল ৪৪৯ টাকার প্ল্যান :
এই প্ল্যানটির ভ্যালিডিটি ও ৫৬ দিন। তবে এখানে গ্রাহকরা রোজ ২ জিবি ডেটা পাবে। যদিও এসএমএস সংখ্যা কমিয়ে রোজ ৯০ টি এসএমএস দেওয়া হবে। এছাড়াও সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা পাওয়া যাবে। আবার কোম্পানি এয়ারটেল থ্যাংকস বেনিফিট হিসাবে ফ্রি হ্যালো টিউন, আনলিমিটেড Wynk মিউজিক ও এয়ারটেল এক্সস্ট্রিম অ্যাপ প্রিমিয়ামের সুবিধা দেবে।